আজ : বুধবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

বয়স্কভাতা নিতে এসে রাজবাড়ী শ্রিপুর ব্যাংকের সামনে একজনের মৃত্যু


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ১০:৫৯ অপরাহ্ণ ,২৫ নভেম্বর, ২০১৮ | আপডেট: ১০:৫৯ অপরাহ্ণ ,২৫ নভেম্বর, ২০১৮
বয়স্কভাতা নিতে এসে রাজবাড়ী শ্রিপুর ব্যাংকের সামনে একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক।। রাজবাড়ীতে বয়স্ক ভাতা নিতে এসে রোদ্রের ভিতর লাইনে দাঁড়িয়ে অসহ্য গড়মে স্ট্রোক করে হান্নান ভূইয়া (৮৫) নামে এক বৃদ্ধ ‘র মৃত্যু হয়েছে।তার কিছুক্ষন পর সেখানে আরো ৫-৬ জন লোক গুরুত্বর অসুস্থ্য হয়ে হাস্পাতালে চিকিতস্যা নেয়।

২৫শে নভেম্বর-১৮ আনুমানিক ১২.টার দিকে রাজবাড়ী সোনালী ব্যংক শ্রীপুর শাখার সামনে এ ঘটনা ঘটে।

ঘটনা সূত্রে যানা গেছে – ২৫শে নভেম্বর রাজবাড়ী শ্রীপুরস্থ বাজার শাখার সোনালী ব্যাংকে প্রতিবন্ধী , বয়স্ক ও বিধবা ভাতা দেয়া হচ্ছিলো । এসময় রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের সিঙ্গাবাজার এলাকার মান্নান ভুইয়া (৮৫) নামে এক বৃদ্ধ হটাত অসুস্থ হয়ে স্ট্রোক করে মারা যান । কিছুক্ষন পর আরো ৫-৬ জন গুরুত্বর অসুস্থ্য হয়ে রাজবাড়ী সদর হাস্পাতালে চিকিতস্যা নিয়ে বাড়ী যায় ।

ভাতা নিতে আসা লোকেরা জানায়, আজকে আমাদের ভাতা দেয়ার কথা তাই সকাল ৯.টার সময় থেকে দাঁড়ীয়ে আছি প্রচন্ড রোদে সবাই প্রায় অসুস্থ্য হয়ে পরেছি।

স্থানীয়রা জানান -একই সাথে এত লোকের চাপ পরায় ভাতা দিতে দেরি হয় ,যদি প্রতিবন্ধী ,বয়স্ক বিধবা ভাতা আলাদা করে দেওয়া হতো ,তবে লোকের চাপ কম হতো এবং ভোগান্তির স্বীকার হতে হতো না কাউকে । রাজবাড়ী সদর হাস্পাতালের আর এম আও মোঃ তুহিন জানান প্রচন্ড রোদে তারা ড্রিহাইড্রেশনে অসুস্থ হয়ে সদর হাস্প[আতালে আসে এবং চিকিতস্যা নিয়ে সুস্থ্য হয়ে বাড়ী চলে যায় ।

Comments

comments