রাজবাড়ীতে ভূমি সেবা সপ্তাহ-১৮ পালিত
প্রকাশিত: ১২:৪৫ পূর্বাহ্ণ ,৫ এপ্রিল, ২০১৮ | আপডেট: ১২:৪৭ পূর্বাহ্ণ ,৫ এপ্রিল, ২০১৮
রাজবাড়ী প্রতিনিধি ।। রাজবাড়ীতে ভূমি সেবা সপ্তাহ-২০১৮ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, লিপলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
জেলা প্রশাসনের আয়োজন ৪ঠা এপ্রিল-১৮ বুধবার সকাল ১০.টার দিকে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সহযোগিতায় জেলা প্রশাসক কার্যালয়ের আম্রকানন চত্বর থেকে শহরে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় আম্রকানন চত্বরে এসে শেষ হয় । পড়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোঃ শওকত আলী ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার রাকিব খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান খান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা শাহনাজ, নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া শাহনাজ খানম, ভুমি কর্মকর্তাবৃন্দ, জমির মালিকগন ও সেবা গ্রহিতাবৃন্দ ।