নিজস্ব প্রতিনিধি।। ইয়াবা ও বাংলা চোলাই মদসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বালিয়াকান্দি থানা পুলিশ।
বুধবার রাতে, রাজবাড়ীর বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ একেএম আজমল হুদার নির্দেশে থানার এস,আই হিরণ কুমার বিশ্বাস সঙ্গীয় ফোর্সসহ উপজেলার নবাবপুর ইউনিয়নের কোরবানের দোকান এলাকা থেকে বুধবার রাতে ২০ পিছ ইয়াবাসহ দক্ষিণবাড়ী গ্রামের খালেক শেখের ছেলে আমিরুল শেখ ( ২৯) কে গ্রেফতার করেছে। এব্যাপারে থানার এস,আই হিরণ কুমার বিশ্বাস বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।
একইদিন দ্বিতীয় অভিযানে, থানার এসআই কায়সার হামিদ, এএসআই কিরণ কুমার মন্ডল সঙ্গীয় ফোর্সসহ নবাবপুর ইউনিয়নের দিলালপুর গ্রামের পাঞ্জু শেখের ছেলে লিটন শেখ (২৮) এর বাড়ীতে অভিযান চালিয়ে ২০ লিটার চোলাই বাংলা মদসহ গ্রেফতার করে। এব্যাপারে এএসআই কিরণ কুমার মন্ডল বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।