আজ : মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শুকনো মৌসুমে রাজবাড়ীর পদ্মায় ফের ভাঙ্গন


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ ,২৩ নভেম্বর, ২০১৮ | আপডেট: ১১:৩০ অপরাহ্ণ ,২৪ নভেম্বর, ২০১৮
শুকনো মৌসুমে রাজবাড়ীর পদ্মায় ফের ভাঙ্গন

স্টাফ রিপোর্টার।। রাজবাড়ীর পদ্মা নদীতে বালু বহনকারী বলগেট চলাচলের জন্য বিআইডব্লিউটিএ (Biwta) কতৃক নৌপথ গভীরকরনে ড্রেজার দ্বারা বালু কেটে পদ্মার ওপারে চরে ফেলার কারনে এপারে গভির হওয়ায়

স্রোত এ পারে গড়ে ভাঙ্গন শুরু হয়েছে। এতে করে রাজবাড়ী শহর রক্ষা বেড়িবাধ ভাঙ্গার সম্ভাবনা রয়েছে। কাটা বালু যদি পদ্মার এপারে (রাজবাড়ী শহরের দিকে) ফেলা হতো তাহলে আর ভাংত না।

বিস্তারিত, শুকনো মৌসুমে ফের ভাঙ্গন দেখা দিয়েছে।গত ২০শে নভেম্বর১৮ বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত রাজবাড়ী শহর রক্ষাকারী পদ্মা নদীর তীর প্রতিরক্ষাকারী বাঁধের গোদার বাজার এলাকার প্রায় ১৫০ মিটার এলাকা নদী গর্ভে বিলিন হয়ে গেছে।
ভাঙ্গনে ওই এলাকার এনজিএল ইট ভাটার তৈরিকৃত কাঁচা ইট ও মাটি নদী গর্ভে চলে গেছে। এছাড়া ভাঙ্গন আতঙ্কে রয়েছে এই এলাকার বেশ কিছু বসতবাড়ী। অনেকে তাদরে বসতবাড়ী ভেঙ্গে অন্যত্র সরিয়ে নিতে দেখা গেছে

পদ্মা নদীর পার সংশ্লিষ্ট বসতিরা অভিযোগের সুরে জনতার মেইলকে জানান, রাজবাড়ীর পদ্মা নদীতে বালু বহনকারী বলগেট চলাচলের জন্য গত বছর বিআইডব্লিউটিএ (Biwta) কতৃক নৌপথ গভীরকরনে ড্রেজার দ্বারা বালু কেটে পদ্মার ওপারে চরে ফেলার কারনে এপারে গভির হওয়ায় স্রোত এ পারে গড়ে ভাঙ্গন শুরু হয়েছে। এতে করে রাজবাড়ী শহর রক্ষা বেড়িবাধ ভাঙ্গার সম্ভাবনা রয়েছে। কাটা বালু যদি পদ্মার এপারে (রাজবাড়ী শহরের দিকে) ফেলা হতো তাহলে আর ভাংত না। গতকাল সন্ধ্যার আগে আবার ভাঙ্গন শুরু হয়েছে। ভাঙ্গনের কারণে গোদার বাজার এলাকার এনজিএল ইট ভাটা সহ বশে কিছু বাড়ী ভাঙ্গন আতঙ্কে রয়েছে। দ্রুত এ ভাঙ্গন রোধ না গেলে রাজবাড়ী শহর রক্ষাকারী বাঁধসহ পুরো এলাকা হুমকির মুখে পড়বে।

এ বিষয়ে,পানি উন্নয়ন বোর্ডের অফিস সূত্রে জানান, গতকাল সন্ধ্যায় হঠাৎ করইে গোদার বাজার এলাকার নদীর তীর ফের ১০০ মিটার এলাকা ভেঙ্গেছে। প্রতিরক্ষা বাঁধটি পুনঃনির্মানরে জন্য ডিজাইন করে মন্ত্রনালয়ে পাঠানে হয়েছে। এটি অনুমোদন হয়ে আসলে কাজ শুরু করা হবে।

Comments

comments