আজ : বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে পরিবার কল্যান সেবা ও প্রচার সপ্তাহ অনুষ্ঠিত


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ণ ,২০ নভেম্বর, ২০১৮ | আপডেট: ১০:২১ অপরাহ্ণ ,২০ নভেম্বর, ২০১৮
রাজবাড়ীতে পরিবার কল্যান সেবা ও প্রচার সপ্তাহ অনুষ্ঠিত

রাজবাড়ী প্রতিনিধি।। রাজবাড়ীতে পরিবার কল্যান সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

’’প্রাতিষ্ঠানিক ডেলিভারী বৃদ্ধিকরি প্রসব, ‘পরিবার পরিকল্পনা পদ্ধতি নিশ্চিত করি’’ -এ প্রতিপাদ্যকে সামনে রেখে এ পরিবার কল্যান সেবা ও প্রচার সপ্তাহ চলবে ২৪শে নভেম্বর হতে ২৯শে নভেম্বর পর্যন্ত।

এ উপলক্ষে, জেলা প্রশাসন ও জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে ২০শে নভেম্বর-১৮ মঙ্গলবার সকাল ১১.টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায়, পরিবার পরিকল্পনা সেবা, প্রসব পরবর্তি পরিবার পরিকল্পনা সেবা. গর্ভবতি সেবা, জরুরি প্রসুতি সেবা, নবজাতক ও শিশু স্ব্যাস্থ্য সেবা কৈশর কালীন প্রজনন স্ব্যাস্থ্য ও পুষ্টি সেবা সহ নানা ধরনের সেবামূলক কাজ করতে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হয়।
সেই সাথে জানানো হয় যে- কেউ যে কোন স্ব্যাস্থ্য সেবা পেতে ১৬৭৬৭ নম্বর ডায়াল করে প্রয়োজনীয় পরামর্শ পেতে সপ্তাহের ২৪ ঘন্টা নম্বরটি খোলা থাকবে।

অনুষ্ঠিত সভায়, রাজবাড়ী পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ গোলাম আজমের সভাপতিত্বে এ্যাডভোকেসি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ শওকত আলী। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বকস প্রমূখ।

Comments

comments