রাজবাড়ীতে পরিবার কল্যান সেবা ও প্রচার সপ্তাহ অনুষ্ঠিত
প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ণ ,২০ নভেম্বর, ২০১৮ | আপডেট: ১০:২১ অপরাহ্ণ ,২০ নভেম্বর, ২০১৮
রাজবাড়ী প্রতিনিধি।। রাজবাড়ীতে পরিবার কল্যান সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
’’প্রাতিষ্ঠানিক ডেলিভারী বৃদ্ধিকরি প্রসব, ‘পরিবার পরিকল্পনা পদ্ধতি নিশ্চিত করি’’ -এ প্রতিপাদ্যকে সামনে রেখে এ পরিবার কল্যান সেবা ও প্রচার সপ্তাহ চলবে ২৪শে নভেম্বর হতে ২৯শে নভেম্বর পর্যন্ত।
এ উপলক্ষে, জেলা প্রশাসন ও জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে ২০শে নভেম্বর-১৮ মঙ্গলবার সকাল ১১.টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায়, পরিবার পরিকল্পনা সেবা, প্রসব পরবর্তি পরিবার পরিকল্পনা সেবা. গর্ভবতি সেবা, জরুরি প্রসুতি সেবা, নবজাতক ও শিশু স্ব্যাস্থ্য সেবা কৈশর কালীন প্রজনন স্ব্যাস্থ্য ও পুষ্টি সেবা সহ নানা ধরনের সেবামূলক কাজ করতে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হয়।
সেই সাথে জানানো হয় যে- কেউ যে কোন স্ব্যাস্থ্য সেবা পেতে ১৬৭৬৭ নম্বর ডায়াল করে প্রয়োজনীয় পরামর্শ পেতে সপ্তাহের ২৪ ঘন্টা নম্বরটি খোলা থাকবে।
অনুষ্ঠিত সভায়, রাজবাড়ী পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ গোলাম আজমের সভাপতিত্বে এ্যাডভোকেসি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ শওকত আলী। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বকস প্রমূখ।