আজ : বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বালিয়াকান্দিতে ইয়াবাসহ গ্রেফতার-১


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ণ ,২০ নভেম্বর, ২০১৮ | আপডেট: ৯:৩১ অপরাহ্ণ ,২০ নভেম্বর, ২০১৮
বালিয়াকান্দিতে ইয়াবাসহ গ্রেফতার-১

বালিয়াকান্দি  প্রতিনিধি।। ১১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রিপন খান (৩৮) কে গ্রেফতার করেছে রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশ।

১৯শে নভেম্বর-১৮ সোমবার রাতে বালিয়াকান্দি সদর ইউনিয়নের জাবরকোল এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যাক্তি, বালিয়াকান্দি সদর ইউনিয়নের তালপট্টি এলাকার লুৎফর রহমানের ছেলে।

এ বিষয়ে, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আজমল হুদা জানান, সোমবার রাতে এসআই তিলাম, এএসআই আজিজুর রহমান, এএসআই সোহেল রানার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে জাবরকোল গোপালের মুদি দোকানের সামনে থেকে ১১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রিপন খানকে গ্রেফতার করে। এব্যাপারে এএসআই আজিজুর রহমান বাদী হয়ে আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করে। গতকাল মঙ্গলবার সকালে আসামীকে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়।

Comments

comments