স্টাফ রিপোর্টার।। রাজবাড়ীর লক্ষীকোল হরিসভা মন্দির কমিটির বনার্ঢ্য আয়োজনের মধ্যো দিয়ে শ্রী শ্রী কার্ত্যানী পূজা শেষে দেবী বির্সজন হয়েছে ।
রবিবার সন্ধ্যায় লক্ষীকোল হরিসভা মন্দির কমিটির সভাপতি বিজয় কুমার ও সাধারণ সম্পাদক গোপাল কুমার সাহা বিশ্বজিতের নেত্বয়ে পাঁচ দিন ব্যাপী শ্রী শ্রী কার্তানী দেবী প্রতিমার শান্তিপূর্ণ ভাবে বির্সজন অনুষ্ঠিত হয়েছে। এ সময় অনেক দর্শনার্থী উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।