গোয়ালন্দ সাহাজউদ্দিন মন্ডল ইনস্টিটিউটে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত
প্রকাশিত: ১১:৪৬ অপরাহ্ণ ,৪ এপ্রিল, ২০১৮ | আপডেট: ১১:৪৯ অপরাহ্ণ ,৪ এপ্রিল, ২০১৮
গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি।।রাজবাড়ীর গোয়ালন্দ সাহাজউদ্দিন মন্ডল ইনস্টিটিউট হাইস্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরষ্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে ।
৪ঠা এপ্রিল-১৮ বুধবার বিকেলে ওই স্কুল প্রাঙ্গনে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ।
উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্মল কুমার চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এবিএম নুরুলল ইসলাম ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. আবু নাসার উদ্দিন, রাজবাড়ী জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নুরুজ্জামান মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাসুদুর রহমান, উজানচর ইউপি’র সাবেক চেয়ারম্যান গোলজার হোসেন মৃর্ধা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক সোরাব হোসেন গেদু, গোয়ালন্দ সাহাজউদ্দিন মন্ডল ইনস্টিটিউট হাইস্কুলের প্রধান শিক্ষক আরিফা বেগম ও সহকারী শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ।
অনুষ্ঠানে, উপজেলা চেয়ারম্যান এবিএম নুরুলল ইসলাম তার বক্তব্যে তিনি ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, বাল্যবিয়ের কুফল সম্পর্কে তোমাদের সচেতন হতে হবে এবং তোমারা বাল্যবিয়েকে প্রতিহত করবে । তোমাদের কোন সহপাঠি যদি বাল্যবিয়ের শিকার হয় সেটা তোমরাই প্রশাসনের সহযোগিতায় বন্ধ করে দিবে । বাল্যবিয়ের অভিশাপ যেন তোমাদের স্পর্শ করতে না পারে । তোমাদের নিজের পায়ে দাঁড়াতে হবে । নিজের পায়ে দাঁড়ালেই সমাজে তোমাদের অধিকার নিশ্চিত করতে পারবে । সকল নারী যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে সেই লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছে । এসময় ছাত্রদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমাদের কোন সহপাঠি যেন তোমাদের ইভটিজিংয়ে শ্বিকার না হয় সে দিকে খেয়াল রাখবে । তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্বে এ বছর বঙ্গবন্ধুর জন্মদিনে আমরা উন্নয়নশীল দেশ হিসেবে জাতিসংঘের স্বীকৃতি পেয়েছি । এটা কিন্তু এমনি এমনি হয়নি । উন্নয়নের বিভিন্ন সুচক বিশ্লেষন করে জাতিসংঘ এ স্বীকৃতি দিয়েছে ।