আজ : বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীর ১৪ইউনিয়ন আ’লীগ নেতৃবৃন্দের প্রতি নির্দেশনা দিলেন কাজী এরাদত


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৯:১৩ অপরাহ্ণ ,১৩ নভেম্বর, ২০১৮ | আপডেট: ৯:১৩ অপরাহ্ণ ,১৩ নভেম্বর, ২০১৮
রাজবাড়ীর ১৪ইউনিয়ন আ’লীগ নেতৃবৃন্দের প্রতি নির্দেশনা দিলেন কাজী এরাদত

রাজবাড়ী প্রতিনিধি।। ৩০শে নভেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে রাজবাড়ী-১ আসনের সকল ভোটকেন্দ্রে নির্বাচন পরিচালনা কমিটি গঠন ও পুলিং এজেন্ট নিয়োগের তালিকা তৈরীর প্রসঙ্গে রাজবাড়ী সদর উপজেলা ১৪ ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি/সাধারন সম্পাদকদের সিাথে জেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রাজবাড়ী সদর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে ১৩ই নভেম্বর-১৮ মঙ্গলবার দুপুরে রাজবাড়ী জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠিত সভায় কাজী ইরাদত আলী সকল ইউনিয়ন নেতৃবৃন্দর কথা মনযোগ সহকারে শ্রবণ করেন।

সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে সভায় দিক নির্দেশনামূলক বক্তব্যে কাজী ইরাদত আলী বলেন-  কারো মনে কোন দিধা বা ক্ষোভ থাকলে তা মুছে ফেলে নৌকা মার্কাকে জেতানোর জন্য, আমার বড় ভাইকে জেতানোর জন্য মন থেকে ভালবেসে নির্বাচনী কাজ করবেন। রাজবাড়ী-১ আসন হচ্ছে আওয়ামীলীগের আসন, এই আসনে আমাদের জিততেই হবে। অতিতের মনক্ষুন্ন ভুলে গিয়ে সবাইকে এক সাথে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করতে হবে, তাহলে ইনশাল্লাহ বিজয় আমাদেরই হবে। নির্বাচন পরিচালনায় ভোটকেন্দ্র কমিটি গঠন ও পুলিং এজেন্টদের তালিকা তৈরীর করে যারা এখনো জমা দেন নাই, তারা ১৫ তারিখের মধ্যে দ্রুত জমা দিবেন।

এ সময় উপজেলা ও ১৪ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকরাসহ দলের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Comments

comments