রাজবাড়ী-২ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ১৫জন
প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ ,১৩ নভেম্বর, ২০১৮ | আপডেট: ৭:০০ অপরাহ্ণ ,১৩ নভেম্বর, ২০১৮
নিজস্ব প্রতিনিধি।। আগামী ৩০শে ডিসেম্বর অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী-২ আসনে নির্বাচনে অংশগ্রহনের জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়নের প্রত্যাশায় আবেদনপত্র সংগ্রহ করেছেন এ পর্যন্ত ১৫জন প্রার্থী।
আবেদন ফরম সংগ্রহকারীর হলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের বর্তমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম, স্বাচিপ সভাপতি ডাঃ এম ইকবাল আর্সলান, ডেপুটি এ্যাটর্নী জেনারেল এডভোকেট ফরহাদ আহমেদ, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শেখ সোহেল রানা টিপু, আওয়ামী লীগের আইন বিষয়ক উপ-কমিটির সদস্য মোঃ মেহেদী হাসান, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ একেএম শফিকুল মোর্শেদ আরুজ, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, কালুখালী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী সাইফুল ইসলাম, বালিয়াকান্দি উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, কৃষক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক, মাছপাড়া ইউপির চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো, রতনদিয়া ইউপির সাবেক চেয়ারম্যান আলিউজ্জামান টিটো চৌধুরী, ঢাকা উত্তর যুব মহিলা লীগের নেত্রী তাহেরা জামান লুৎফা এবং নারায়নগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী মাছপাড়া ইউপির খোন্দকার শামসুল আলম।
এদিকে, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক জাতীয় সংসদ সদস্য নাসিরুল হক সাবু, রাজবাড়ী জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ, কালুখালী উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব এডভোকেট মোঃ আব্দুর রাজ্জাক খান।
অপরদিকে, জাতীয় পার্টির দলীয় মনোনয়নের প্রত্যাশায় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রাক্তন গণ পরিষদ সদস্য আলহাজ্ব এডভোকেট এবিএম নুরুল ইসলাম ও এডভোকেট মোঃ সফিউল আজম খান এবং জাসদ নেতা (ইনু) সুশান্ত কুমার বিশ্বাস।