আজ : বুধবার, ৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

ফরিদপুর র‌্যাব কর্তৃক রাজবাড়ীতে অনলাইন প্রতারক আটক ও কম্পিউটার জব্দ


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ ,৪ এপ্রিল, ২০১৮ | আপডেট: ৫:১৮ অপরাহ্ণ ,৪ এপ্রিল, ২০১৮
ফরিদপুর র‌্যাব কর্তৃক রাজবাড়ীতে অনলাইন প্রতারক আটক ও  কম্পিউটার জব্দ

বালিয়াকান্দি প্রতিনিধি ।। অনলাইনের মাধমে এইচএসসি পরীক্ষার অগ্রিম প্রশ্নপত্র প্রদানের প্রলোভন দেখিয়ে বিকাশ এ্যাকাউন্টের মাধ্যমে অর্থ আদায়কারী প্রতারক চক্রের সদস্য মোঃ হাবিবুর রহমান (২০) কে আটক করেছে র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল। এ সময় প্রতারনার কাজে ব্যবহৃত ১ সেট কম্পিউটার জব্দ করা হয়।
উক্ত ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিনের নেতৃত্বে ৩ রা এপ্রিল-১৮ মঙ্গলবার সন্ধ্যা ৭.টার দিকে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানাধীন পাইককান্দি গ্রামে অভিযান পরিচালনা করে তার নিজ বাড়ী থেকে মোঃ হাবিবুর রহমাকে আটক করা হয়।
আটককৃত ব্যাক্তি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার পাইককান্দি গ্রামের মোঃ লিয়াকত আলী শেখের ছেলে।
বিস্তারিত, আটককৃত মোঃ হাবিবুর রহমান পেশায় একজন কম্পিউটার অপারেটর। সে প্রতারনার উদ্দেশ্যে নিজেই এইচএসসি পরীক্ষা সহ বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র অর্থের বিনিময়ে অসদুপায়ে সরবরাহ করার নিমিত্তে অনলাইন ভিত্তিক একটি ওয়েব পেইজ চালু করে। ইতিমধ্যে বিভিন্ন এইচএসসি পরীক্ষার্থীদের অগ্রিম প্রশ্নপত্র সরবরাহ করার লোভ দেখিয়ে প্রতারনামূলক ভাবে নিজের বিকাশ এ্যাকাউন্টে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নেয়। এ সংক্রান্তে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে স্বীকার করে, সে উক্ত প্রতারনার সাথে জড়িত। তাকে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, এই অভিযান পরিচালনাকালে মোঃ বিদ্যুৎ চৌধুরী (২৫) নামে সন্দেহভাজন এক যুবককে বালিয়াকান্দির সোনার মোড় বাজার এলাকা হতে আটক করা হলে এই প্রতারনা চক্রের সাথে তার সংশ্লিষ্টতা না থাকায় ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে মুছলেকার বিনিময়ে তার অভিভাবকের নিকট হস্তান্তর করা হয় । মোঃ বিদ্যুৎ চৌধুরী হচ্ছে একই এলাকার চৌধুরী মোফাজ্জল হোসেনের ছেলে।

Comments

comments