রাজবাড়ী প্রতিনিধি।।গোপালগঞ্জ টু রাজশাহী গামী ট্রেন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুরে স্টপেজের (বিরতির) দাবীতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরারর স্মারকলিপি পেশ করেছে বহরপুরের এলাকাবাসী।
রাজবাড়ী সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ অধ্যাপক ফখরুজ্জামান মুকুট এবং বহরপুরের সোনার বাংলা সমাজ কল্যান ও ক্রীড়া সংসদের আহ্বায়ক এস,এম, হেলাল খন্দকারের নেতৃত্বে এলাকাবাসী ১১ই নভেম্বর-১৮ রোববার দুপুর দেড়টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ে এসে জেলা প্রশাসক মোঃ শওকত আলীর নিকট এ স্মারকলিপি পেশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর দীলিপ কুমার কর, উপদেষ্টা মৃনাল ক্রান্তি শিকদার, লিটন আক্তার পলাশ, এমএ কুদ্দুস, নুরুল ইসলাম নুরু প্রমূখ।
জানাগেছে, সম্প্রতি চালু হওয়া গোপালগঞ্জ টু টুঙ্গিপাগড়া ট্রেনটি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ৪টি স্টেশনের একটিতেউ বিরতি বা স্টোপেস দেয় না। এ অঞ্চলের অনেকে প্রতিদিন বিভিন্ন কাজে গোপালগঞ্জ, কুষ্টিয়া, রাজশাহী যাতায়ত করেন। তাই উপজেলার বহরপুর স্টেশনে এ টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি বিরতির দাবীতে চলতি মাসের ৭ নভেম্বর স্টেশনে একটি মানববন্ধন পালন করে বাংলাদেশ রেলওয়ে পশ্চিম অঞ্চল মহাব্যবস্থাপক বরাবর লিখিত আবেদন করেন।কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহন না করায় আজ আবার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবার এ স্বারকলিপি পেশ করছেন।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।