নড়াইলের মাদক ব্যবসায়ী মাদারীপুর হতে ইয়াবাসহ আটক
জনতার মেইল.ডটকম
প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ ,১০ নভেম্বর, ২০১৮ | আপডেট: ২:২২ পূর্বাহ্ণ ,১১ নভেম্বর, ২০১৮
প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ ,১০ নভেম্বর, ২০১৮ | আপডেট: ২:২২ পূর্বাহ্ণ ,১১ নভেম্বর, ২০১৮
স্টাফ রিপোর্টার।। র্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিনের নেতৃত্বে ১০ নভেম্বর-১৮ শনিবার দুপুর আনুমানিক ২.টার দিকে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার নওহাটা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ২০ পিস ইয়াবাসহ আল নোমান (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে উক্ত ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল।
আটককৃত ব্যাক্তি, নড়াইল জেলার নড়াগাতী উপজেলার পুটিমারী গ্রামের মোঃ মিজানুর রহমানের ছেলে।
ধৃত আসামীকে উদ্ধারকৃত ইয়াবাসহ গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানায় একটি মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।