আজ : বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আগামীতে দৌলতদিয়া ঘাট হতে উড়াকান্দা পর্যন্ত নদী শাসন করা হবে-শিক্ষা প্রতিমন্ত্রী


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ ,৪ নভেম্বর, ২০১৮ | আপডেট: ২:০৩ পূর্বাহ্ণ ,৫ নভেম্বর, ২০১৮
আগামীতে দৌলতদিয়া ঘাট হতে উড়াকান্দা পর্যন্ত নদী শাসন করা হবে-শিক্ষা প্রতিমন্ত্রী

গোয়ালন্দ সংবাদদাতা।।বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে দেশে সারের সংকট থাকে না।কৃষকরা ঘরে বসে বিনামূল্যে সারসহ কৃষি উপকরণ পায়, আর স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় থাকলে সারের জন্য কৃষককে গুলি খেয়ে মরতে হয়।বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। যে কারণে দেশ আজ খাদ্য ঘাততি কাটিয়ে খাদ্য উর্দ্বৃত্তের দেশ হিসেবে মাথা উচু করে দাঁড়িয়েছে।

গোয়ালন্দ উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে ৪ঠা নভেম্বর-১৮ রোববার দুপুরে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা হলরুমে কৃষকদের মাঝে সার, বীজ, পাওয়ারট্রিলার ও প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ এবং ঢেউটিন বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী এমপি এসব কথা বলেন।

এসময় তিনি নদী ভাঙন প্রসঙ্গে বলেন, এ এলাকার একটি বড় সমস্যা হচ্ছে নদী ভাঙ্গন। আগামীতে আওয়ামীলীগ ক্ষমতায় আসেলে দৌলতদিয়া ঘাট থেকে রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দা পর্যন্ত পদ্মার ভাঙন রোধে নদী শাসন করা হবে।’

এ বিতরনী অনুষ্ঠানে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান গোলাম মাহবুবুর রাব্বানী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য নুরুজ্জামান মিয়া, সাধারন সম্পাদক ও দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, উপজেলা কৃষি অফিসার শিকদার মো. মোহায়মেন আক্তার, গোয়ালন্দ ঘাট থানার ওসি এজাজ শফী, উপজেলা প্রকল্প বাস্তবায়ক কর্মকর্তা আবু সাইদ মন্ডল প্রমুখ।

Comments

comments