রাজবাড়ী প্রতিনিধি।।আওয়ামীলীগ হচ্ছে উন্নয়নের সরকার, আমরা উন্নয়নে বিশ্বাস করি, সে লক্ষ্যেই আমাদের সরকার উন্নয়নে কাজ করে চলেছে। আর বিএনপির উন্নতি হয়েছে তাদের বক্তব্যে।তারা শুধু বক্তব্যেই সীমাবদ্ধ থাকে, কিন্ত উন্নয়নে না।
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২রা নভেম্বর-১৮ শুক্রবার বিকেলে রাজবাড়ী জেলা শহরের কাজী হেদায়েত হোসেন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে রাজবাড়ী পৌর ১নং ওয়ার্ডের কেন্দ্র ভিত্তিক কমিটি গঠন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক- শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী।
কাজী কেরামত আলী এ সময় আরো বলেন, বর্তমান সরকার খাদ্য, স্বাস্থ্য-চিকিৎসা, শিক্ষা, রাস্তা-ঘাট ও অবকাঠামোসহ সকল ক্ষেত্রে উন্নয়ন করেছে।শেখ হাসিনার নেতৃত্বে আমাদের দেশ মধ্যম আয়ের দেশে পরিনত হয়েছে, আর ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হিসাবে পরিনত হবে।দেশ এখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, এ উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে আওয়ামীলীগকে আবার ক্ষমতায় আনতে হবে।
তিনি আরো বলেন, বর্তমান সরকার রাজবাড়ীতে প্রতিটি ক্ষেত্রে উন্নয়নে ভূমিকা রেখেছে।একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোর উন্নতি হয়েছে, ধারাবাহিকভাবে বাঁকীগুলোও হবে।আগামী নির্বাচনে আওয়ামীলীগ বিজয়ী হলে কাজী হেদায়েত হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়কে সরকারী করা হবে।
অনুষ্ঠিত সভায় ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ কানাই সরদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাজী রাকিবুল হোসেন শান্তনু, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. উমা সেন, পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. উজির আলী বিশ্বাস, সাধারন সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফি, পৌর ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম ও জেলা যুব মহিলা লীগের আহ্ববায়ক মীর মাহফুজা খাতুন মলি প্রমূখ।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।