গোয়ালন্দের স্বামী-স্ত্রী ইয়াবাসহ ফরিদপুর হতে আটক
প্রকাশিত: ৯:১৭ অপরাহ্ণ ,২৯ অক্টোবর, ২০১৮ | আপডেট: ১:১৭ পূর্বাহ্ণ ,৩০ অক্টোবর, ২০১৮
রাজবাড়ী প্রতিনিধি।।র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিনের নেতৃত্বে ২৯ অক্টোবর-১৮ রোববার সন্ধ্যা ৬.টার দিকে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন কমলাপুর (কুঠিবাড়ী) এলাকায় অভিযান পরিচালনা করে ৩৫ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী ২ মাদক ব্যাবসায়ী কে আটক করেছে রউক্ত ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল।
আটককৃত ব্যাক্তিরা হলেন, রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের দক্ষিণ উজানচর (ময়েজ উদ্দিন মন্ডল পাড়া) গ্রামের মোঃ সামাদ মন্ডলের ছেলে মোঃ লাভলু মন্ডল (২৫) ও তার স্ত্রী মোছাঃ অঞ্জনা আক্তার (২৭)।
স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামীদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী এবং তারা দীর্ঘ দিন যাবৎ অবৈধ ভাবে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে।
উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত আসামীদ্বয়কে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় একটি মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।