রাজবাড়ী প্রতিনিধি।। রাজবাড়ী শেখ রাসেল স্মৃতি সংসদ আয়োজিত চ্যাম্পিয়ন লীগ ফুটবল টুর্নামেন্ট-১৮ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
২৫শে অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৪.টার দিকে রাজবাড়ী সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।
রাজবাড়ী শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি ও চ্যাম্পিয়ন লীগ ফুটবল টূনামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক এ জে মিন্টুর সভাপতিত্বে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাড. মোঃ সফিকুল হোসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী সিআই ইলেকট্রিক বিভাগের টিএসসি মোঃ সাজ্জাদ হোসেন ও সিআই অটোবিভাগের টিএসসি সমীর বাবু।
অনুষ্ঠান পরিচালনা করেন শেখ রাসেল স্মৃতি সংসদের সাধারন সম্পাদক রিয়াজুল করিম বনী।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।