আজ : বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মধুখালী হতে ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী আটক


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ণ ,২৫ অক্টোবর, ২০১৮ | আপডেট: ৮:৫৭ অপরাহ্ণ ,২৫ অক্টোবর, ২০১৮
মধুখালী হতে ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার।। র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিনের নেতৃত্বে ২৫ অক্টোবর-১৮ বৃহস্পতিবার রাত সোয়া ৮.টার দিকে ফরিদপুর জেলার মধুখালী থানাধীন পশ্চিম গাড়া খোলা এলাকায় অভিযান পরিচালনা করে ২০ পিস ইয়াবাসহ মোঃ আশিকুর রহমান (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে উক্ত ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল।

আটককৃত ব্যাক্তি, ফরিদপুর জেলার মধুখালী উপজেলার পশ্চিম গাড়া খোলা গ্রামের মোঃ তোফাজ্জল হোসেনের ছেলে।

জানা যায় যে, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘ দিন যাবৎ অবৈধ ভাবে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে, আজ তাকে আটক করা হয়।

উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত আসামীকে ফরিদপুর জেলার মধুখালী থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে ফরিদপুর জেলার মধুখালী থানায় একটি মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Comments

comments