আজ : বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মা ইলিশ রক্ষায় রাজবাড়ী জেলা মৎস্য অফিসারের নেতৃত্বে চলছে কঠোর অভিযান


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ণ ,২৪ অক্টোবর, ২০১৮ | আপডেট: ৮:৩৮ অপরাহ্ণ ,২ নভেম্বর, ২০১৮
মা ইলিশ রক্ষায় রাজবাড়ী জেলা মৎস্য অফিসারের নেতৃত্বে চলছে কঠোর অভিযান

নিজস্ব প্রতিবেদক।। এই ইলিশ অভিযানের সময়টাতে ঠিকমত খাওয়া-দাওয়ানেই, ঘুমানোর সময় নেই দিন-রাত অক্লান্ত পরিশ্রমের মধ্যো দিয়ে দায়িত্ব পালনে ব্যস্ত সময় পার করে চলেছেন রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মজিনুর রহমান।তবে, মা ইলিশ রক্ষায় এবছরের অভিযানে তিনি সফল হয়েছেন বলে জনসাধারন মনে করেন।

রাজবাড়ী জেলার পদ্মা নদীতে মা ইলিশ শিকারীদেরকে বিশেষ ভিজিএফ (চাউল) খাদ্যশস্য দিয়ে সাহায্য-সহযোগীতা করে ও জনসচেতনামূলক সভা-র‌্যালী করার মধ্যোদিয়ে এ অভিযানের পদক্ষেপ গ্রহন করেন রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তর। শুধু তাই নয়, ইলিশ সম্পদ রক্ষায় গৃহীত কর্মসূচির সফল বাস্তবায়নে সক্রিয় সহযোগিতা প্রদানের জন্য রাজবাড়ীর  জেলা প্রশাসক মোঃ শওকত আলী জেলার সকল উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে উপানুষ্ঠানিক পত্র প্রেরণ করে জানিয়ে দেওয়া হয়েছিল যে, এ সময়ে জেলেদের নদীতে পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থ্যা নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তর।

তারই ধারাবাহিকতায়, রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মজিনুর রহমানের নেতৃত্বে চলমান মা ইলিশ রক্ষা অভিযানের অংশ হিসেবে রাজবাড়ীতে শুরু থেকে (২৩/১০২০১৮ তারিখ রাত ১২’টা পর্যন্ত)  ১৭ দিনে ৪৩৫ জন জেলেকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান ও ১৫ জনকে জরিমানা করা হয়েছে। এছাড়া ২২ লাখ ৪১ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস ও ২ হাজার ৮৩২ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়েছে।

নিশেধাজ্ঞা অমান্য করে রাজবাড়ীর পদ্মায় ইলিশ ধরার অপরাধে বিভিন্ন সময়ে, জেলা প্রশাসকের ম্যাজিস্ট্রেট, পুলিশ, আনসার, র‌্যাব বাহিনী অংশগ্রহন করেছে। কখনও কখনও আবার রাজবাড়ী জেল প্রশাসক, রাজবাড়ী পুলিশ সুপার নিজেরাও অভিযানে অংশগ্রহন করেছেন।

এ বিষয়ে, জেলা মৎস্য কর্মকর্তা মো. মজিনুর রহমান জানান, দেশব্যাপী গত ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিনব্যাপী মা ইলিশ রক্ষা অভিযান শুরু হয়েছে। এর অংশ হিসেবে রাজবাড়ীর ৪টি উপজেলায় ( সদর, পাংশা, কালুখালী ও গোয়ালন্দ ) পদ্মা নদীতে ইলিশ রক্ষা অভিযান পরিচালিত হচ্ছে। ৭ অক্টোবর অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত (২৪ অক্টোবর) ১৭ দিনে উপজেলাগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ৪৩৫ জন জেলেকে ১৫-২০ দিনসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে আগামী ৭ অক্টোবর হতে ২৮ অক্টোবর-২০১৮ পর্যন্ত ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, মজুদ,বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করা হয়েছে।

Comments

comments