সংবাদদাতা-মোর্শেদ মালেক।।রাজবাড়ী জেলা সদরের দাদশী বাজার ব্যবসায়ী পরিষদের নবনির্বাচিন কমিটির আলোচনা সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।
২৩শে সেপ্টেম্বর-১৮ মঙ্গলবার দুপুরে দাদশী বাজারের রমজান আলী মার্কেটে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায়, দাদশী বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম শফির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দাদশী ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান বাচ্চু।বিশেষ অতিথি ছিলেন দাদশী বাজার ব্যবসায়ী পরিষদের সাধারণ সাস্পাদক ও দাদশী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ রমজান আলী খাঁন, ব্যবসায়ী পরিষদের সহ-সভাপতি ডাঃ আক্কাস হোসেন, গোলাম মওলা, ডাঃ মুনছুর আলী, সাবেক ইউ পি সদস্য এমএ মমিন, যুগ্ন সাস্পাদক মোকলেসুর রহমান, মোঃ জয়নাল আবেদীন, ক্যাশিয়ার আক্কাস আলী (ফ্লাক্সি লোড), দপ্তর সাম্পাদক মোতালেব হোসেন মোল্যা, প্রচার সাম্পাদক ডাঃ আব্দুল কাদের, মোঃজিয়া, সদস্য মোঃ নজরুল ইসলাম শহিদ, মোঃ দলিলউদ্দীন, মোঃ সালাউদ্দিন, মোঃ আরমান আলীসহ বাজারের ব্যবসায়ী বৃন্দ।
বক্তারা এ সময়- বাজারের মধ্যে মাদক, জঙ্গি বাদ সন্ত্রাসী কার্যকালাপ, বাজারে রাত্রি কালীন নিরাপত্তা জোরদার করা, চুরি রোধে বিকল্প ব্যবস্থা নেওয়া সহ ব্যবসায়ীদের নানা দিক নিয়ে আলোচনা করেন। আলোচনা শেষে দুপুরের শেষ দিকে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।