রাজবাড়ী প্রতিনিধি ।। ৮২ পিস ইয়াবাসহ মোঃ রুবেল মন্ডল (২২) কে হাতে নাতে আটক করেছে র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল।
কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিনের নেতৃত্বে ৩ এপ্রিল-১৮ মঙ্গলবার বিকেল ৪.টার দিকে ফরিদপুর জেলার মধুখালী থানাধীন রামকান্তপুর গ্রামে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
আটকৃত ব্যাক্তি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নলিয়া জামালপুর গ্রামের মোঃ আঃ রব মন্ডলের ছেলে।
স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘ দিন যাবৎ ফরিদপুর জেলার মধুখালী থানা এলাকায় নিষিদ্ধ মাদক ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদক দ্রব্য বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে।
উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত আসামীকে ফরিদপুর জেলার মধুখালী থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে ফরিদপুর জেলার মধুখালী থানায় একটি মাদক মামলা প্রক্রিয়াধীন করেছে।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।