‘ইয়াং বাংলার’ সঙ্গে যুক্ত হয়ে ‘সেবা এক্সওয়াইজেড’-এর পথচলা শুরু
প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ ,১৭ অক্টোবর, ২০১৮ | আপডেট: ৫:৪৯ অপরাহ্ণ ,১৭ অক্টোবর, ২০১৮
জনতার মেইল ডেস্ক।। সারাদেশে একত্রে পথচলা শুরু করেছে তারুণ্যের সর্ববৃহৎ প্লাটফর্ম ইয়াং বাংলা। সেই সাথে সেবা ভিত্তিক দেশের বৃহত্তম মার্কেটপ্লেস সেবা এক্সওয়াইজেড কর্মশালার মাধ্যমে ইয়াং বাংলার ক্যাম্পাস অ্যাম্বাসেডরদের নিজেদের সাথে যুক্ত করে হাতে হাত মিলিয়ে কাজ শুরু করেছে তারা।
‘সেবা বন্ধু’ অ্যাপসের মাধ্যমে অফলাইনে থাকা কাস্টমারদের কাছেও পৌঁছাতে চায় সেবা এক্সওয়াইজেড।
প্রান্তিক পর্যায়ের খুচরা বিক্রেতাদের ডিজিটাইজ সেবার সঙ্গে যুক্ত করে তাদের জন্য কমিশন ভিত্তিতে এই সেবা চালু করতে চাচ্ছে প্রতিষ্ঠানটি। এর পাশাপাশি কমিশনের ভিত্তিতে স্থানীয় সেবা প্রদানকারীদেরও নিজেদের প্লাটফর্মের সাথে যুক্ত করতে চায় সেবা এক্সওয়াইজেড।
ইয়াং বাংলার তারুণ্য নির্ভর প্লাটফর্ম ব্যবহার করে ২০১৮ সালের মধ্যে দেশের ৬৪ জেলায় নিজেদের কর্ম পরিধি বাড়াতে চায় সেবা এক্সওয়াইজেড। বর্তমানে প্রতিষ্ঠানটি প্রতিমাসে ১২ হাজারের বেশি গ্রাহকদের অর্ডার পূরণ করে আসছে। তাদের সঙ্গে রেজিস্ট্রেশন করে আছে ৪৫০০টির বেশি সেবা প্রদানকারী, যাদের ব্যবসার উন্নতি হচ্ছে ধারাবাহিকভাবে। এর পাশাপাশি বর্তমানে ২ হাজার সেবা বন্ধু এজেন্ট রয়েছে, যারা সেবা এক্সওয়াইজেড ও তাদের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোকে রেফার করে নিয়মিত কমিশন লাভ করছে।
সেবা এক্সওয়াইজেড-এর স্ট্রাটেজিক পার্টনারশিপের প্রধান মেহাদ উল হক বলেন, ‘এটি দুর্দান্ত, এই কর্মশালার মাঝে নতুন করে আমরা যুক্ত হয়েছি। ইয়াং বাংলা এবং সেবা এক্সওয়াইজেডের চিন্তা-চেতনা প্রায় একই রকম। সামনে আমরা এই সম্পর্ক আরো দৃঢ় করতে চাই।