গোয়ালন্দ সংবাদদাতা।।দৌলতদিয়া ঘাটে ভিড়ে থাকা ফেরি থেকে পড়ে গিয়ে রুকাইয়া নামের ৪ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। শিশুটি ঝিনাইদহ জেলার শৈলকোপা উপজেলার বাজারপাড়া মহল্লার সেলিম রেজার মেয়ে।
শিশুটির বাবা সেলিম রেজা জানান, ১৫ অক্টোবর-১৮ সোমবার রাতে তার এক অসুস্থ আত্মীয়কে নিয়ে ঢাকায় যাচ্ছিলেন। রাত ২.টার দিকে তাদের প্রাইভেট কারটি দৌলতদিয়া ৩-নং ফেরিঘাটে থাকা রজনীগন্ধা ফেরিতে উঠার পর গাড়ি থেকে নেমে যান। এর পরেই ফেরিতে একটি বাস উঠে এক ধরণের বিকট শব্দ করে। এতে তার মেয়ে ভয়ে আতঙ্কগ্রস্থ হয়ে তাদের হাত ছেড়ে দৌঁড় দেয়। এরপর থেকে তার মেয়েকে আর খুঁজে পাওয়া যায়নি। তিনি আরও জানান, ফেরিতে খোঁজাখুজির সময় একজন তাদের জানায় তিনি নদীতে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ পেয়েছেন।
শিশুর মা জেসমিন আক্তার বিলাপ করতে করতে বলেন, ‘আমার মেয়ে নদীতে পড়ে যাওয়ার পর এখানে দায়িত্বরত সকলের হাতে-পায়ে ধরে মেয়েকে উদ্ধারের আকুতি জানিয়েছি। কিন্তু কেউ সহযোগিতা করেনি। পরে রাজবাড়ীর এসপি ম্যাডামের কাছে জানালে তিনি ব্যবস্থা গ্রহণ করেন। ততক্ষণে সকাল ৭.টা বেজে গেছে।’
তিনি জানান, সেই সময় উদ্ধার কাজ করতে পারলে আমার মেয়েকে হয়ত জীবিত উদ্ধার করা যেত। এখন মনে হচ্ছে আমার মেয়ের লাশটিও আর পাওয়া যাবে না।
উদ্ধার কাজে অংশ নেওয়া রাজবাড়ীর ফায়ার সার্ভিসের সাব-অফিসার বিল্লাল হোসেন বেলা ১২.টার দিকে জানান, ভোরে রাজবাড়ীর এসপি স্যারের মাধ্যমে খবর পেয়ে সকাল ৭.টার দিকে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।তবে এখনো পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।