আজ : বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে অনুষ্ঠিত পুলিশের কল্যান সভা-৫ জনকে ক্রেস্ট প্রদান


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ২:২২ অপরাহ্ণ ,১৫ অক্টোবর, ২০১৮ | আপডেট: ১২:২৩ পূর্বাহ্ণ ,১৬ অক্টোবর, ২০১৮
রাজবাড়ীতে অনুষ্ঠিত পুলিশের কল্যান সভা-৫ জনকে ক্রেস্ট প্রদান

রাজবাড়ী প্রতিনিধি।।রাজবাড়ী জেলা পুলিশের কল্যান সভা ১৫ই অক্টোবর-১৮ সোমবার সকালে রাজবাড়ীর পুলিশ লাইনের ড্রিলসেডে অনুষ্ঠিত হয়েছে।এ সময়, ভাল কাজ করায় ৫ কর্মকর্তাকে ক্রেস্ট উপহার প্রদান করা হয়েছে।

রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল করিম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) ফজলুল করিম, সহকারী পুলিশ সুপার (অপরাধ) লাবিব আব্দুল্লাহ সহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায়, উপস্থিত সকল পুলিশ সদস্যদের উদ্দেশ্যে এ সময় পুলিশ সুপার দিক নির্দেশনা প্রদান করেন। সে সাথে ভাল কাজের ফল স্বরুপ, জেলা গোয়েন্দ শাখার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভুইয়া, জেলা গোয়েন্দা শাখার এসআই জাহাঙ্গীর মাতব্বর, রাজবাড়ী থানার এসআই বদিয়ার রহমান, জেলা গোয়েন্দা শাখার এএসআই রমজান খন্দকার ও পাংশা থানার এএসআই শেখ লিয়াকতকে ক্রেস্ট প্রদান করা হয়।

Comments

comments