রাজবাড়ী প্রতিনিধি।। রাজবাড়ী জেলা আইন শৃঙ্খলা কমিটির অনুষ্ঠিত সভায় দিক নির্দেশনা প্রদান করলেন শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি।
১৪ই অক্টোবর-১৮ রবিবার সকাল ১১.টার দিকে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয় ।
জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী।
বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন রাজবাড়ী সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বকস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আলমগীর হোসেন, আদর্শ মহিলা কলেজ অধ্যক্ষ অধ্যাপক দিলিপ কুমার কর প্রমূখ।
এসময় পাঁচ উপজেলা চেয়ারম্যান ,উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলার সকল সরকারী দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় আগামী নির্বাচনের আগে জেলার বিভিন্ন সমস্যা নিরসনে কার্যকর পদক্ষেপ গহনে সকল দপ্তরের কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করা হয়।সেই সাথে বক্তারা এ সময়, চলমান মা ইলিশ যেন জেলেরা ধরতে না পারে এ জন্য নদীতে অভিযান পরিচালনা করতে জেলা প্রশাসনের সকল কর্মকর্তা ও জেলা মৎস্য অধিদপ্তরকে দিক নির্দেশনা প্রদান করেন।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।