নিজস্ব প্রতিনিধি।।বিকাশ এ্যাকাউন্ট হ্যাকিংকারী সংঘবদ্ধ চক্রের ১ সক্রিয় সদস্য মোঃ রুবেল খান (১৯) কে আটক করেছে র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল। এ সময় রুবেল স্টোর থেকে হ্যাকিং এর কাজে ব্যবহৃত বেশ কয়েকটি মোবাইল, ট্যাব এবং বিপুল পরিমান সীমকার্ড জব্দ করা হয়।
উক্ত ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিনের নেতৃত্বে ১৪ই অক্টোবর-১৮ দুপুর আড়াইটার দিকে ফরিদপুর জেলার মধুখালী থানাধীন ঘোপঘাট বাজার এলাকায় অভিযান পরিচালনা বিকাশ এজেন্ট রুবেল স্টোর থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যাক্তির পরিচয়, ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ঘোপঘাট গ্রামের আব্দুস সালাম খানের ছেলে। এবং সে বিকাশ এজেন্ট রুবেল স্টোর এর সত্বাধিকারী ব্যাক্তি।
ঘটনার বিবরণে জানা যায় যে, গত ০৫-১০-২০১৮ইং তারিখে মধুখালী থানাধীন আকলিমা বেগম নামে জনৈক গৃহবধুর স্বামী বিদেশ থেকে বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা উক্ত গৃহবধুর ব্যক্তিগত বিকাশ এ্যাকাউন্টে পাঠালে মধুখালী থানাধীন ঘোপঘাট বাজারে অবস্থিত বিকাশ এজেন্ট রুবেল স্টোর এর সত্বাধিকারী অভিযুক্ত মোঃ রুবেল খান তথ্য প্রযুক্তির সহায়তায় বিশেষ কৌশলে উক্ত ২০ হাজার টাকা ক্যাশ আউট করে নেয়। পরবর্তীতে উক্ত ভিকটিম তার ব্যক্তিগত বিকাশ এ্যাকাউন্টে কোন টাকা না পেয়ে বিষয়টি প্রথমে ফরিদপুর জেলার মধুখালী থানায় ০৯-১০-২০১৮ ইং তারিখে একটি জিডি করেন (মধুখালী থানার জিডি নং-৩৭৭) এবং র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের সহযোগীতা কামনা করে। তদপ্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।
আটককৃত আসামীক প্রাথমিক জিজ্ঞাসাবাদে হ্যাকিং এর মাধ্যমে টাকা নেওয়ার কথা স্বীকার করেন।
আটককৃত আসামীকে ফরিদপুর জেলার মধুখালী থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে ভিকটিম আকলিমা বেগম বাদী হয়ে একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
অভিযানকালে উক্ত রুবেল স্টোর থেকে জব্দকৃক মোবাইল, ট্যাব এবং বিপুল পরিমান সীমকার্ড জব্দ থানায় হস্তান্তর করা হয়।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।