রাজবাড়ী প্রতিনিধি।।১ লক্ষ ৭৫ হাজার টাকার বিনিময়ে ওষুধ কোম্পানীতে অফিস সহকারী পদে চাকরীর একটি ভূয়া নিয়োগপত্র সহ চাকুরী দাতা মোঃ মাসুদ মিয়া (৩৫) কে আটক করেছে র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল।
উক্ত ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিনের নেতৃত্বে ১৩ই অক্টোবর-১৮ বিকেল সারে ৪.টার সময় রাজবাড়ী জেলার কালুখালী থানাধীন গোয়ালপাড়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ভূয়া নিয়োগপত্রসহ তাকে আটক করা হয়।
আটক ব্যাক্তি, রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার সংগ্রামপুর গ্রামের মৃত গনি মিয়ার ছেলে।
ঘটনার বিবরনে জানা যায় যে, আনুমানিক ৬-৭ মাস পূর্বে কালুখালী থানাধীন জনৈক শাহীন নামে এক ব্যক্তিকে এসেনসিয়াল ফার্মা নামে একটি ওষুধ কোম্পানীতে অফিস সহকারী পদে চাকুরী দেওয়ার কথা বলে ১ লক্ষ ৭৫ হাজার টাকা হাতিয়ে নেয় এবং বিনিময়ে একটি ভূয়া নিয়োগপত্র দেয়। উক্ত নিয়োগপত্র নিয়ে ভূক্তভোগী শাহীন ঢাকায় এসেনসিয়াল ফার্মার হেড অফিসে যোগদান করতে গেলে বিষয়টি ধরা পড়ে।ফিরে এসে শাহীন প্রতারিত হওয়ার বিষয়টি র্যাব-৮, ফরিদপুর ক্যাম্পকে অবহিত করে এবং আইনগত সহায়তা কামনা করে। তদপ্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। আটক কালে উক্ত ব্যক্তি প্রতারনার মাধ্যমে ভূয়া নিয়োগপত্র দিয়ে বিপুল অংকের টাকা হাতিয়ে নেওয়ার কথা প্রাথমিকভাবে স্বীকার করে।
আটককৃত প্রতারককে রাজবাড়ী জেলার কালুখালী থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন। এ সংক্রান্তে ভিকটিমের বড় ভাই বাদী হয়ে কালুখালী থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।