আজ : মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

অনিয়মের অভিযোগে ১০ টাকা কেজির চাল বিক্রির ১ ডিলার আটক ও জেল


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ১০:৩৯ অপরাহ্ণ ,৩ অক্টোবর, ২০১৮ | আপডেট: ৬:৩৯ অপরাহ্ণ ,৪ অক্টোবর, ২০১৮
অনিয়মের অভিযোগে ১০ টাকা কেজির চাল বিক্রির ১ ডিলার আটক ও জেল

নিজস্ব প্রতিনিধি।। ১০ টাকা কেজি দরে চাল বিক্রি কর্মসূচীতে ওজনে কম দেওয়াসহ ব্যাপক অনিয়মের অভিযোগে ডিলার মোঃ জাফর ইকবাল চুন্নু (৪৫) কে আটক করেছে র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল।অভিযানকালে উক্ত গুদাম হতে অবৈধ ভাবে উত্তোলিত আনুমানিক ১৩ টন অবৈধ চাউল ও ৮১টি ভূয়া কার্ড জব্দ করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উক্ত ডিলারকে ১৫ দিনে কারাদন্ড প্রদান করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে, ৩ অক্টোবর-১৮ বুধবার দুপুর ১২.টার দিকে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন ধুলদী বাজারে অবস্থিত মেসার্স শহিদুল ট্রেডার্স নামক দোকানে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

আটককৃত ডিলার হচ্ছে, ফরিদপুর জেলার কোতয়ালী উপজেলার মাচ্চর কর্পূর গ্রামের মোঃ আলিমুজ্জামান মিয়ার ছেলে। এবং  ধুলদী বাজারে অবস্থিত মেসার্স শহিদুল ট্রেডার্স নামক দোকানের মালিক।

বিস্তারিত, অভিযান পরিচালনা কালে দেখা যায় উক্ত ডিলার নামে বেনামে বিপুল পরিমাণ ভূয়া কার্ড তৈরী করে সরকারী খাদ্য গুদাম হতে অবৈধ ভাবে চাউল উত্তোলন করে। এছাড়া ১০ টাকা কেজি দরে চাল বিক্রি কর্মসূচীতে কার্ডধারী প্রত্যেক ক্রেতাকে বস্তাপ্রতি ৩০ কেজি চাউল দেওয়ার কথা থাকলেও প্রতি ক্রেতাকেই বস্তাপ্রতি ৩/৪ কেজি চাউল কম দিচ্ছেন বলে সরেজমিনে দেখতে পাওয়া যায়।

আটকের পর,  ফরিদপুর জেলা সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ পারভেজ মল্লিক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উক্ত ডিলারকে বাংলাদেশ দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা মোতাবেক ১৫ দিনে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। জব্দকৃত চাউল সমূহ মাচ্চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর জিম্মায় প্রদান করা হয়।

Comments

comments