তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী ইউপি মেম্বার টুটুল ইয়াবাসহ আটক
প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ণ ,১ অক্টোবর, ২০১৮ | আপডেট: ২:০৫ পূর্বাহ্ণ ,২ অক্টোবর, ২০১৮
নিজস্ব প্রতিনিধি।।১১০ পিস ইয়াবাসহ তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী মোঃ একলাছ উদ্দিন মোল্লা @ টুটুল মেম্বার (৩৮) কে আটক করেছে র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল।
উক্ত ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিনের নেতৃত্বে ১ লা অক্টোবর-১৮ সকাল আনুমানিক ৭.টার দিকে ফরিদপুর জেলার বোয়ালমারী থানাধীন চতুল গ্রামে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যাক্তি, ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার চতুল গ্রামের হাজী আব্দুর রউফ মোল্লার ছেলে।
উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত আসামীকে ফরিদপুর জেলার বোয়ালমারী থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে ফরিদপুরজেলার বোয়ালমারী থানায় একটি মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ঘটনার বিবরনে জানাযায় যে, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে ফরিদপুর জেলার বোয়ালমারী থানায় ৬টি মাদক মামলা রয়েছে। সে দীর্ঘ দিন যাবৎ বোয়ালমারী এলাকায় অবৈধ ভাবে ইয়াবা, ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। সাম্প্রতিক সময়ে আইন শৃংখলা বাহিনী কর্তৃক মাদক বিরোধী বিশেষ অভিযান শুরু হলে এই কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার এড়াতে ভারতে পালিয়ে যায়। অতি সম্প্রতি সে এলাকায় এসে আবারো মাদক ব্যবসা শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ১/১০/২০১৮ ইং তারিখে তার নিজ বাড়ি হতে ১১০ পিস ইয়াবা ও ইয়াবা খাওয়ার বিপুল পরিমান উপকরণসহ তাকে আটক করা হয়।