আজ : বুধবার, ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

দ্বিতীয় পদ্মা সেতুর কাজ শেষে দৌলতদিয়া-পাটুরিয়ায় পদ্মা সেতুর কাজ শুরু হবে


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ১১:০৮ পূর্বাহ্ণ ,২৭ সেপ্টেম্বর, ২০১৮ | আপডেট: ১১:০৮ পূর্বাহ্ণ ,২৭ সেপ্টেম্বর, ২০১৮
দ্বিতীয় পদ্মা সেতুর কাজ শেষে দৌলতদিয়া-পাটুরিয়ায় পদ্মা সেতুর কাজ শুরু হবে

নিজস্ব প্রতিনিধি।। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের মতো আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যদি কেউ দলের বিদ্রোহী প্রার্থী হয় তাহলে তাকে দল থেকে চিরদিনের জন্য বহিস্কার করা হবে। নমিনেশন যে কেউ চাইতে পারে। তাদের নমিনেশন চাওয়ার অধিকার আছে। আর যারা নমিনেশন চাচ্ছেন নমিনেশন যারা চাচ্ছেন তাদের সবার আমলনামা শেখ হাসিনার কাছে জমা আছে। কার কি যোগ্যতা সেটা শেখ হাসিনা ভাল করেই যানেন। সব খবরই গণভবনে যাচ্ছে। তবে দল থেকে যাকেই মনোনয়ন দেওয়া হবে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে তার পক্ষেই কাজ করতে হবে। ঐক্যবদ্ধ আওয়ামীলীগের বিজয় কেউ ঠেকাতে পারবে না।

২৬ সেপ্টেম্বর-১৮ বুধবার বিকেলে রাজবাড়ীর শহীদ খুশি রেলওয়ে মাঠে জেলা আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আপন ঘরে যার শত্রু আছে তার বাইরের শত্রুর প্রয়োজন হয় না। আপনাদের উপরে দেখে মনে হয় না এখানে কোন্দল আছে। কিন্তু তলে তলে ঠিকই কোন্দল আছে। দলের সার্থে এসব কোন্দল বাদ দেন।

ভির দেখে তিনি বলেন, স্টেজে এত ভির কেন? রাজবাড়ীতে গন্যমান্য নেতার চেয়ে ছুটকা-ছাটকা নেতার সংখ্যাই বেশী, তাদের কারনে ষ্টেজ গরম হয়ে গেছে। এতো নেতার দরকার নেই। শীতে অতিথি পাখিদের আগমন হয়।কিন্তু শীত গেলে অতিথি পাখিরাও চলে যায়। আওয়ামীলীগের দুঃসময় এলে এদের কাউকে খুঁজে পাওয়া যাবে না। এদের থেকে সাবধান। তিন মাস পর নির্বাচন। অপপ্রচার করবেন না।দলের ভালর জন্য উন্নয়নের প্রচার করুন।

তিনি বলেন, পদ্মা সেতুর ৬০ভাগ কাজ সম্পন্ন হয়ে গেছে। নিজস্ব ৩১ হাজার কোটি টাকা ব্যায়ে শেখ হাসিনা পদ্মা সেতু নির্মাণ করে প্রমান করে দিয়েছেন যে, বাঙালী জাতি বীরের জাতি। চোরের জাতি না। দ্বিতীয় পদ্মা সেতুর প্রক্রিয়া কাজ শেষ হওয়ার পর দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতুও শেখ হাসিনার হাত ধরেই হবে। নেতা হতে হলে জনতার মন জয় করে তাদের হৃদয়ে নাম লেখাতে হবে। হৃদয়ে নাম লিখিয়ে শেখ মুজিব ‘বঙ্গবন্ধু’ হয়েছেন। হৃদয়ে নাম লিখিয়ে শেখ হাসিনা আজ বাংলাদেশের রাষ্ট্রনায়ক হয়েছেন।

মন্ত্রী বলেন, ১৬ কোটি মানুষের মধ্যে ১৪ কোটি মানুষের হাতে মোবাইল দিয়েছেন শেখ হাসিনা। রাজবাড়ীতে ৯০ভাগ বিদ্যুতায়ন হয়েছে। নির্বাচনের আগে শতভাগ বিদ্যুতায়ন হবে। এদেশের ইতিহাসে নারী জাতিকে প্রথম সম্মান দিয়েছেন শেখ হাসিনা। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, শিশু ভাতা, শিক্ষা ভাতা থেকে শুরু করে উপবৃত্তি দিচ্ছেন। এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতেই আগামী নির্বাচনে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে।

কর্মি সভায়, জেলা আওয়ীলীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ীলীগের কেন্দ্রীয় কার্য়করী কমিটির সাংগঠনিক সম্পাদক ব্যারিষ্টার মাহিবুল হাসান চৌধুরী নওফেল। জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও শিক্ষাপ্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী এমপি। সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক কাজী ইরাদত আলী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকবর আলী মর্জি, সহ-সভাপতি ও রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি ও জেলা বার এসোসিয়েশনের সাবেক সভাপতি এ্যাড. গণেশ নারায়ন চৌধুরী, সহ-সভাপতি ডাঃ আব্দুস সোবাহান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক এ্যাড. শফিকুল আজম মামুন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা প্রশাসক মোঃ শওকত আলী, পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি পিপিএম ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খানসহ জেলা আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মিবৃন্দ।

সভা সঞ্চালনা করেন, জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাড. শফিকুল ইসলাম।

শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, বিএনপির সময় দেশের কোন উন্নয়ন হয়নি, তাদের উন্নয়ন ছিল জঙ্গীবাদে। তাদের উন্নয়ন হয়েছিল সন্ত্রাসবাদে। অপরদিকে- আওয়ামীলীগ সরকারের নেতৃত্বে দেশে সড়ক ও জনপথে ব্যাপক উন্নয়ন হয়েছে, রাস্তাঘাট, স্কুল কলেজসহ সকল ক্ষেত্রে অবকাঠামো উন্নয়ন হয়েছে। যারা বাংলাদেশের চেতনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, উন্নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের কে দাঁত ভাঙা জবাব দিতে হবে। আমরা মিথ্যাচার করি না। মিথ্যাচার করা উনাদের অভ্যাস। উনারা জাতীয় ঐক্য করেছেন। রাজবাড়ীতে এই জাতীয় ঐক্য ৫শত ভোটও পাবে না। আমাদের ঐক্যের কোন বিকল্প নেই। জয়লাভের কোন বিকল্প নেই। জনতার সাথে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে জয় ছিনিয়ে আনতে হবে।

উল্লেখ্য, নির্বাচনকে ঘিরে সাংগঠনিক সফরের অংশ হিসেবে সকাল ১১ টায় ঢাকা থেকে আকাশপথে রাজবাড়ীতে আসেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নির্ধারিত কর্মসূচী অনুযায়ী প্রথমেই তিনি পাংশার শিয়ালডাঙ্গি মোড়ে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী তালতলা থেকে পাংশা শিয়ালডাঙ্গি পর্যন্ত ২২১ কোটি টাকা ব্যায়ে প্রায় ৩৪ কিলোমিটার সড়ক সম্প্রসারণ ও সংষ্কার কাজের উদ্বোধন করেন। এরপর তিনি পাংশার গোপালপুর উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বিকেলে তিনি রাজবাড়ীর বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে মাঠে কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়ে আকাশপথে ঢাকায় ফিরে যান।

Comments

comments