আজ : বুধবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

একাধিক চিটিংবাজী মামলার কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামী আটক


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ১০:৩৭ অপরাহ্ণ ,২৪ সেপ্টেম্বর, ২০১৮ | আপডেট: ১১:৩৭ অপরাহ্ণ ,২৪ সেপ্টেম্বর, ২০১৮
একাধিক চিটিংবাজী মামলার কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামী আটক

নিজস্ব প্রতিনিধি।। ফরিদপুর জেলার কোতয়ালী সিআর-৪০/১৮ নং মামলার ১ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী মোঃ জাহিদ বেপারী @ আনোয়ার হোসেন (৩৮) কে আটক করেছে র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল।

উক্ত ক্যাম্পের কোম্পানীর স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ আউয়াল হোসেন খানের নেতৃত্বে ২৪শে সেপ্টেম্বর-১৮ সোমবার বিকেল সারে ৪.টার দিকে ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন ব্রাহ্মনকান্দা গ্রামে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

আটককৃত আসামী, ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার ব্রাহ্মনকান্দা নাজিরপুর গ্রামের মৃত আব্দুল ওয়াজেদ বেপারীর ছেলে।

ঘটনার বিবরণে জানা যায় যে, আটককৃত আসামী একজন প্রতারক চক্রের সক্রিয় সদস্য এবং সে দীর্ঘ দিন যাবৎ ফরিদপুর জেলার বিভিন্ন থানার লোকজনের নিকট টাকা বিহীন ব্যাংক হিসাবের চেক দিয়ে অর্থ আত্মসাথ কার্যক্রম চালিয়ে আসছে।

উক্ত মামলার ১৮ লক্ষ ৫০০/-টাকা আদালত হতে অর্থদন্ড রয়েছে। ইতিপূর্বে উক্ত আসামী অন্য চেক জালিয়াতি মামলায় ৬ মাসের সাজা ভোগ করেছেন। বর্তমানে সালাথার সিআর নং-২৪১/২০১৮ সহ আরও ৩টি চেক জালিয়াতির মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। আটককৃত আসামীকে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়।

Comments

comments