গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি।। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি’র ২৬শে সেপ্টেম্বর রাজবাড়ীতে আগমন উপলক্ষ্যে উজান চর ইইনিয়ন আওয়ামীলীগের আয়োজনে কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে।
২৩শে সেপ্টেম্বর-১৮ রবিবার বিকেলে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পূর্ব উজানচর হাবিল মন্ডল পাড়া এমাম বাড়ী প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।
উজান চর ইইনিয়ন আওয়ামীলীগের সভাপতি সামসুল মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এবং শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, উপজেলা যুবলীগের সভাপতি ইউনুস আলী মোল্লা, সাধারন সম্পাদক মোঃ নজরুল ইসলাম মন্ডল সহ প্রমূখ।
এ সময় অন্যান্যদের মধ্যে- জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুজ্জামান মিয়া, গোয়ালন্দ পৌর আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম মাহবুব রব্বানী, সহ উপজেলা/পৌরসভা আওয়ামীলীগের এবং সকল সহযোগী ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।
সভা সঞ্চালনা করেন- উজান চর ইইনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবুল হোসেন ফকীর।
কর্মি সভার আগে, দেবগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান আতর আলী সরদারের সহযোগীতায় ও দেবগ্রাম ইউনিয়ন যুবলীগের সভপতি এস.এম সিরাজুল ইসলাম বাবলুর নেতৃত্বে শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলীর পক্ষে বিশাল একটি মটরসাইকেলের র্যালী বের করা হয়।
মটরসাইকেলের র্যালীটি- রগোয়ালন্দ পৌরসভা এলাকা, উপজেলার দেবগ্রাম ও উজানচর ইউনিয়ন প্রদক্ষিন করে। এ সময়, ‘কাজী কেরামত আলীর সালাম নিন, ‘নৌকায় ভোটদিন, এই শ্লোগান দিতে দেখা গেছে।
উল্লেখ্য, আওয়ামীলীগের বিশ্বস্তসূত্রে জানাযায়, চলতি মাসের ২৬শে সেপ্টেম্বর রাজবাড়ী জেলা সদরে ও পাংশায় পৃথক দলীয় কর্মীসভায় যোগদান করবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সেই সাথে রাজবাড়ীর চরলক্ষীপুর তালতলা থেকে শিয়ালডাঙ্গী পর্যান্ত ৩৩ কিলোমিটার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের উন্নতিকরন কাজের উদ্বোধন করবেন বলেও জানা গেছে।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।