২৬সেপ্টেম্বর রাজবাড়ীতে ওবায়দুল কাদেরের আগমনে জেলা আওয়ামীলীগের প্রস্তুতি সভা
প্রকাশিত: ১০:২৭ অপরাহ্ণ ,২২ সেপ্টেম্বর, ২০১৮ | আপডেট: ৮:৫০ পূর্বাহ্ণ ,২৪ সেপ্টেম্বর, ২০১৮
নিজস্ব প্রতিনিধি।। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি’র আগমনে রাজবাড়ীতে কর্মিসভা হবে উপলক্ষে জেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
২২শে সেপ্টেম্বর-১৮ শনিবার রাতে রাজবাড়ী জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এবং শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী। জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, জেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক কাজী ইরাদত আলী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, ডাঃ আব্দুস সোবাহান, সহ-সভাপতি এ্যাড. গনেশ নারায়ন চৌধুরী, জেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক এ্যাড. শফিকুল আজম মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফিসহ জেলা/উপজেলা/পৌরসভা আওয়ামীলীগের এবং সকল সহযোগী ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।
আওয়ামীলীগের দলীয় সূত্রে জানা গেছে, চলতি মাসের ২৬শে সেপ্টেম্বর রাজবাড়ী জেলা সদরে ও পাংশায় পৃথক দলীয় কর্মীসভায় যোগদান করবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সেই সাথে রাজবাড়ীর চরলক্ষীপুর তালতলা থেকে শিয়ালডাঙ্গী পর্যন্ত ৩৩ কিলোমিটার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের উন্নতিকরন কাজের উদ্বোধন করবেন বলেও জানা গেছে।