ধর্ষণের অভিযোগে প্রতারক প্রেমিক আটক
প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ণ ,২২ সেপ্টেম্বর, ২০১৮ | আপডেট: ৫:৫৩ অপরাহ্ণ ,২২ সেপ্টেম্বর, ২০১৮
নিজস্ব প্রতিবেদক।।বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষনের অভিযোগে শাওন কুমার বিশ্বাস (২৩) নামে এক প্রতারক প্রেমিককে আটক করেছে র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল।
উক্ত ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিনের নেতৃত্বে ২২শে সেপ্টেম্বর-১৮ শনিবার দুপুর ২.টার দিকে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন টেপাখোলা বৃন্দাবনের মোড় এলাকা হতে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যাক্তি, ফরিদপুর জেলার কোতয়ালী উপজেলার উত্তর টেপাখোলা বৃন্দাবনের মোড় গ্রামের উত্তম কুমার বিশ্বাসের ছেলে।
এবং ধর্ষিতা হচ্ছে, ঝিনাইদহের কাঞ্চননগর স্কুল এ্যান্ড কলেজের মাধ্যমিক ১ম বর্ষে পড়ুয়া এক ছাত্রী।
বিস্তারিত, ঝিনাইদহ জেলার সদর থানাধীন ঐ তরুণীর সাথে প্রায় ৫ বছর পূর্বে টেপাখোলা তার ফুপু বাড়িতে বেড়াতে এসে শাওনের সাথে পরিচয় হয়। এই পরিচয় সূত্রে প্রিত হয়, ১ বছর পূর্বে উক্ত তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাথে দৈহিক সম্পর্ক করে এবং অন্তরঙ্গ মূহুর্তের আপত্তিকর ছবি গোপনে মোবাইলে ধারন করে।পরে ওই ছবি দ্বারা ব্লাকমেইল করে তরুণীর কাছে টাকা দাবি করে। এ সংক্রান্তে আইনগত প্রতিকার চেয়ে উক্ত তরুণী র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের নিকট একটি অভিযোগ দায়েরের প্ররিপ্রেক্ষিতে তাকে আটক করা হয়।
আটকৃত আসামী শাওনকে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় হস্তান্ত করা হয়। এ সংক্রান্তে ভিকটিম নিজেই বাদী হয়ে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন।