বরাট ইউনিয়ন কৃষক লীগের পরিচিতি ও আলোচনা সভা অুষ্ঠিত
প্রকাশিত: ১:৪৬ পূর্বাহ্ণ ,১৮ সেপ্টেম্বর, ২০১৮ | আপডেট: ১:৪৬ পূর্বাহ্ণ ,১৮ সেপ্টেম্বর, ২০১৮
রাজবাড়ী প্রতিনিধি।।আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামীলীগকে আরো শক্তিশালী করতে ও “কৃষক বাঁচাও, দেশ বাঁচাও” শ্লোগানকে সামনে রেখে বরাট ইউনিয়ন কৃষক লীগের পরিচিতি ও আলোচনা সভা অুষ্ঠিত হয়েছে।
১৭ই সেপ্টেম্বর-১৮ সোমবার বিকেলে রাজবাড়ী জেলা সদরের বরাট ইউনিয়নের বরাট আকিরন নেছা ইসলামিয়া আলিম মাদরাসার মাঠ প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে বরাট ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মোঃ কাদের মুন্সির সভাপতিত্বে ও রাজবাড়ী জেলা কৃষক লীগের সাধারন সম্পাদক মোঃ আবু বক্কার খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- জেলা কৃষক লীগের সভাপতি আবুল কালাম আজাদ।
বিষেশ অতিথি হিসাবে বক্তৃতা করেন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ মেছের আলী খান, গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ সোহরাব হোসেন, বরাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আরশাদ আলী সরদার, সাধারন সম্পদক মোঃ ফরিদ শেখ, জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক রাসেল মোল্লা, বরাট ইউনিয়ন কৃষক লীগের সাধারন সম্পাদক মোঃ মাঈনদ্দিন সরদার, জেলা কৃষকলীগের ভূমিহীন সম্পাদক আব্দুল সাত্তার ব্যাপারী, জেলা কৃষক লীগের মৎস্য ও পশু সম্পাদক শ্রীরিপ কুমার কুন্ডু, বরাট ইউনিয়ন কৃষকলীগের সহ-সভাপতি মোতার হোসেন মোল্লা, সাংগাঠনিক সম্পাদক ফরহাদ মোল্লা, প্রমুখ।
এ সময়, ইউনিয়ন কৃষক লীগের ৩ শতাধিক কর্মী উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে কমিটির সকল নেতা-কর্মির হাতে একটি করে গোলাপ ফুল তুলে দিয়ে পরিচিতি পর্ব অুষ্ঠিত হয়।