নিজস্ব প্রতিনিধি।। র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে ১১ই সেপ্টেম্বর-১৮ মঙ্গলবার ভোর সারে ৫.টার সময় গোয়ালন্দ ঘাট দৌলতদিয়া রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ৩৫ পিস ইয়াবাসহ মোঃ মিরাজ মোল্লা (১৯) নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে উক্ত ক্যাম্পের একটি আভিযানিক দল।
আটককৃত ব্যাক্তি, রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার সিদ্দিক কাজীর পাড়া গ্রামের মোঃ রফিক মোল্লার ছেলে।
উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত আসামীকে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে গোয়ালন্দঘাট থানায় একটি মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।