দাদশী ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
প্রকাশিত: ১০:২১ পূর্বাহ্ণ ,৮ সেপ্টেম্বর, ২০১৮ | আপডেট: ২:২১ অপরাহ্ণ ,৮ সেপ্টেম্বর, ২০১৮
নিজস্ব প্রতিনিধি।। রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
দাদশী ইউনিয়ন আওয়ামীলীগের উদ্দ্যোগ- ৭ সেপ্টেম্বর-১৮ শুক্রবার বিকেলে ইউনিয়নের বক্তারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
সভায়, দাদশী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ রমজান আলীর সভাপতিত্বে এবং যুগ্ম-সম্পাদক মোকলেছুর রহমানের সঞ্চালনায়- প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী, রাজবাড়ী-১ আসনের এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, জেলা ওয়ার্কাস পার্টির সভাপতি জ্যোতি শংকর ঝন্টু, শিক্ষা প্রতিমন্ত্রীর কন্যা কানিজ ফাতেমা চৈতি। জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক এ্যাড. সফিকুল হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি রমজান আলী খান, সাধারন সম্পাদক শেখ মোঃ ওহিদুজ্জামান, যুগ্ম-সাধারন সম্পাদক ও দাদশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান বাচ্চু, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ জহিরুল হক খোকন, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ প্রমূখ। এছাড়া ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি আলহাজ কাজী কেরামত আলী এসময় তার বক্তব্যে ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের চিত্র তুলে ধরে বলেন, ইউনিয়নের যে সব এলাকার রাস্তা ঘাট হয় নাই, সেসব এলাকার কাজ হবে। এছাড়াও এই ইউনিয়নে একটি হাই স্কুল করা হবে, তবে স্কুল করার জন্য জায়গা নির্ধারন করতে হবে আপনাদের। এ উন্নয়নের ধারাকে অব্যাহত রাখাতে আগামীতে আওয়ামীলীগকে আবার নৌকা মার্কায় ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে একথাও বলেন তিনি।