রাজবাড়ীর পাংশায় ২টি অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী তাজুল গ্রেফতার
প্রকাশিত: ১০:৪২ অপরাহ্ণ ,১ সেপ্টেম্বর, ২০১৮ | আপডেট: ১১:৪৩ অপরাহ্ণ ,২ সেপ্টেম্বর, ২০১৮
পাংশা সংবাদদাতা।। দুইটি আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী তাজুল ইসলাম ওরফে তাইজেল (৩৬) কে গ্রেফতার করেছে পাংশা থানা পুলিশের সদস্যরা।
১লা সেপ্টেম্বর-১৮ শনিবার ভোররাত সাড়ে ৩.টার দিকে রাজবাড়ী জেলার পাংশা পৌরসভার কুড়াপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তাজুল ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
পাংশা থানার ওসি আহসান উল্লাহ জনতার মেইলকে জানান, তাইজেল একজন অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী। সে নিজের নামে সন্ত্রাস বাহিনী গঠন করে বেশ কয়েক বছর ধরে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলো। তার বিরুদ্ধে পাংশা থানায় তিনটি অস্ত্র ও তিনটি মারামারির মামলা রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে ভোররাতে কুড়াপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি একনালা বন্দুক ও একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। ওসি আরো জানান, এ ব্যাপারে তাইজেলের বিরুদ্ধে পাংশা থানায় অস্ত্র আইনে আরো একটি মামলা হয়েছে।