আজ : বুধবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

গণতন্ত্রের অতন্দ্র প্রহরী গণমাধ্যম-বলেছেন তথ্যমন্ত্রী


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ২:৫৩ অপরাহ্ণ ,৩০ মার্চ, ২০১৮ | আপডেট: ২:৫৩ অপরাহ্ণ ,৩০ মার্চ, ২০১৮
গণতন্ত্রের অতন্দ্র প্রহরী গণমাধ্যম-বলেছেন তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক ।। গণতন্ত্রের অতন্দ্র প্রহরী গণমাধ্যম- ২৮মার্চ-১৮ বুধবার দুপুরে ঢাকার তেজগাঁওয়ে দৈনিক আমাদের সময় পত্রিকার কার্যালয়ে উক্ত পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু একথা বলেছেন ।
তিনি আরো বলেন, চলমান সমাজের প্রতিচ্ছবি ছেপে সংবাদপত্র যে খবর আমাদের কাছে পৌঁছে দেয়, তা দর্পণ হিসেবে কাজ করে । গণমাধ্যম গণতন্ত্রের অতন্দ্র প্রহরী । রাষ্ট্রযন্ত্র ও সমাজের অন্দরে নিরন্তর আলো ফেলে চলেছে আমাদের গণমাধ্যম ।
এ সময় অন্যান্যদের মধ্যে দৈনিক আমাদের সময় ও ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. নূর আলী, পরিচালক মোঃ আলী হোসেন, পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ গোলাম সারওয়ার ও ব্যবস্থাপনা সম্পাদক সন্তোষ শর্মাসহ পত্রিকায় কর্মরত সকল সদস্য উপস্থিত ছিলেন ।

Comments

comments