নিজস্ব প্রতিনিধি।। পাবনায় সাংবাদিক সুবর্ণা নদী (৩০) কে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’।
তিনি দৈনিক জাগ্রত বাংলা’র সম্পাদক ও প্রকাশক এবং বেসরকারি টেলিভিশন “আনন্দ টিভি”র পাবনা প্রতিনিধি হিসেবেও কাজ করতেন।
২৮শে আগষ্ট-১৮ মঙ্গলবার রাত সাড়ে ১০.টার দিকে নিজ বাসার সামনে এই ঘটনা ঘটে।
পাবনা জেলা শহরের রাধানগর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে সুবর্ণা নদীর বাসা।
এ ঘটনায়, পাবনা সদর থানার ওসি ওবাইদুল হক হত্যাকাণ্ডের খবর নিশ্চিত করে জানান, রাত সাড়ে ১০.টার দিকে কয়েকজন সন্ত্রাসী তার নিজ বাসার সামনে সুবর্ণা নদীর ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা সুবর্ণাকে এলোপাতাড়ি কোপায়। এতে তাঁর হাতে ও মাথায় গুরুতর জখম হয়। তাঁর চিৎকারে স্থানীয় লোকজন এসে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক সুবর্ণাকে মৃত ঘোষণা করেনে। তবে ওসি ওবাইদুল হক তাৎক্ষণিকভাবে হত্যার কারণ জানাতে পারেননি।
এ ঘটনায় বিভিন্ন মহল তাদের ফেসবুক আইডিতে স্ট্যাটার্স দিয়ে তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এ প্রসঙ্গে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’ ফেসবুক আইডিতে প্রকাশ করেন যে,-
লাশের মিছিলে যোগ হলো আরেকটি নাম সাংবাদিক সুবর্ণা নদী৷ তিনি ছিলেন আনন্দ টিভির পাবনা প্রতিনিধি৷গত ২৮/৮/১৮ইং রাত ১০:৩০মিঃ কলিং বেল টিপে তাঁর বাসাতেই অজ্ঞাত কয়েকজন দুষ্কৃতিকারী তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে৷আমরা এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি৷
।।বাংলাদেশ ভূমিহীন আন্দোলন।।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।