আজ : বুধবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

কালুখালী উপঃ মুক্তিঃ কমপ্লেক্স ভবনের জমি অধিগ্রহন বাবদ ১জনকে ৭,৮৪,৪০৭ টাকার এলএ চেক প্রদান


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ ,২৭ আগস্ট, ২০১৮ | আপডেট: ৬:০৪ অপরাহ্ণ ,২৮ আগস্ট, ২০১৮
কালুখালী উপঃ মুক্তিঃ কমপ্লেক্স ভবনের জমি অধিগ্রহন বাবদ ১জনকে ৭,৮৪,৪০৭ টাকার এলএ চেক প্রদান

রাজবাড়ী প্রতিনিধি।।কালুখালী উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে প্রবেশের রাস্তা ও গাড়ি পার্কিং নির্মাণ প্রকল্পের জন্য ২৬ লিংক জমি অধিগ্রহণ ও অবকাঠামোর ক্ষতিপূরণ বাবদ ক্ষতিগ্রস্ত ১ জন জমির মালিককে ৭ লক্ষ ৮৪ হাজার ৪০৭ টাকার এলএ চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করলেন রাজবাড়ী জেলা প্রশাসক মোঃ শওকত আলী।

২৭শে আগস্ট-১৮ বিকেলে জেলা প্রশাসক তার কার্যালয়ে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মদাপুরে ইউনিয়নের গড়িয়ানা গ্রামের নিবাসী মৃত মোজাহার মোল্লার ছেলে মোহাম্মদ আলী মোল্লাকে এ চেক প্রদান করেন।

এ সময়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আশেক হাসান ও সহকারী কমিশনার  সাদীয়া শাহনাজ খানমসহ ক্ষতিগ্রস্ত মালিক এবং এলএ শাখার কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

জমি অধিগ্রহণের ক্ষতিগ্রস্ত মালিকদের স্বচ্ছতার সাথে চেক প্রদান নিশ্চিত করতে জেলা প্রশাসক এ উদ্যোগ গ্রহণ করেছেন। এ ছাড়া পরবর্তীতে প্রকল্প এলাকায় সরেজমিনে গিয়ে চেক হস্তান্তর করার জন্যও তিনি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)সহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের নির্দেশনা প্রদান করেছেন।
এ সময় জেলা প্রশাসক জানান যে, কালুখালী উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে প্রবেশের রাস্তা ও গাড়ি পার্কিং নির্মাণ প্রকল্পের জন্য কালুখালী উপজেলার ৩০৮ নং রতনদিয়া মৌজার ০.০১৪২ একর জমি ০৮/২০১৭-১৮ নং এলএ কেসমূলে অধিগ্রহণ করা হয়েছে। উক্ত প্রকল্পের জন্য বরাদ্দকৃত ৪৪ লক্ষ ১৫ হাজার ২৪৬ টাকার মধ্যে এ পর্যন্ত ১ জন ক্ষতিগ্রস্ত মালিককে ৭ লক্ষ ৮৪ হাজার ৪০৭ টাকা ক্ষতিপূরণের চেক প্রদান করা হয়েছে। এ প্রকল্পে আরও ৪ জন ক্ষতিগ্রস্ত জমির মালিক তাঁদের জমি ও অবকাঠামোর ক্ষতিপূরণের অর্থ পাবেন।

Comments

comments