নিজস্ব প্রতিনিধি।।১টি ওয়ান শুটার ও ২টি গুলি এবং ১০২৫পিস ইয়াবাসহ ৬ মামলার আসামী রাসেল সেখ (৩০) কে গ্রেফতার করেছে রাজবাড়ী ডিবি পুলিশের একটি বিশেষ অভিযানিক দল।
গ্রেফতার রাসেল সেখ, রাজবাড়ী জেলা সদরের পাঁচুরিয়া ইউনিয়নের আন্ধারমানিক গ্রামের জুলহাস শেখের ছেলে।এবং সে একজন অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী।
রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলির নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার(ডিবি’র) ওসি মোঃ কামাল হোসেন ভূঁইয়ার নেতৃত্বে ২৭শে আগস্ট-১৮ সোমবার রাত সোয়া ৯.টার দিকে সদর উপজেলার পাঁচুরিয়া স্টেশন এলাকার স্যাটেলাইট স্কুলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।