ভুয়া খবর বা ফেক নিউজ প্রচারে ১০ বছর কারাণ্ড !
প্রকাশিত: ১২:৫৮ অপরাহ্ণ ,৩০ মার্চ, ২০১৮ | আপডেট: ১২:৫৮ অপরাহ্ণ ,৩০ মার্চ, ২০১৮
নিউজ ডেস্ক ।। ভুয়া খবর ছড়ানোর অপরাধে ১০ বছর পর্যন্ত কারাদণ্ড অথবা ১ লাখ ৩০ হাজার ডলার পর্যন্ত জরিমানার বিধান করেছে মালয়েশিয় সরকার ।
সোমবার মালয়েশিয়ার সংসদে প্রস্তাবিত একটি আইনে এটি উত্থাপন করা হয় এবং আগস্টে মালয়েশিয়ায় সাধারণ নির্বাচনের আগে এই আইনটি আনা হচ্ছে ।
আইনে বলা হয়েছে- পত্র পত্রিকায় ছাপা বা রেডিও-টিভি অনলাইনে প্রচারিত খবর বা তথ্য যদি আংশিকও ভুল হয়, তাহলে তাকে ফেক নিউজ বা ভুয়া খবর হিসাবে বিবেচনা করা হবে ।
মালয়েশিয়া বা সেদেশের কোনো নাগরিক সম্পর্কিত কোনো খবর বিদেশে প্রচারিত হলেও সেটি আইনের আওতায় আসবে । অর্থাৎ বিদেশী মিডিয়ায় মালয়েশিয়া সম্পর্কিত কোনো খবরকে ভুয়া খবর হিসাবে বিবেচনা করা হলে ওই সাংবাদিক বা সংবাদমাধ্যম কর্তৃপক্ষ মালয়েশিয়ায় ঢুকলে তার বিরুদ্ধে এই আইনের আওতায় মামলা করা যাবে । প্রস্তাবিত ওই আইনে আরো বলা হয়েছে, ভুয়া খবর সারা বিশ্বের উদ্বেগ সৃষ্টি করেছে । সে কারণে জনগণের সুরক্ষায় সরকার এই পদক্ষেপ নিচ্ছে ।
এদিকে মালয়েশিয়ার বিরোধী দলগুলো আইনটি সহজে পাশ হয়ে যাওয়ার আশঙ্কা করছে, কারন সংসদের দুই কক্ষে সরকারি দলের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, তাই ।