আজ : মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আজ ২১ শে আগষ্ট গ্রেনেড হামলা-২৪ জন নিহত, আহত আরও কয়েকশ


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৯:২০ পূর্বাহ্ণ ,২১ আগস্ট, ২০১৮ | আপডেট: ৯:২০ পূর্বাহ্ণ ,২১ আগস্ট, ২০১৮
আজ ২১ শে আগষ্ট গ্রেনেড হামলা-২৪ জন নিহত, আহত আরও কয়েকশ

জনতার মেইল ডেস্ক।।আজ ভায়ল ২১শে আগষ্ট৷ ২০০৪ সালের এই দিনে ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে গ্রেনেড হামলা চালিয়ে তখনকার বিরোধী দলীয় নেত্রী এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছিল৷ আজ জাতি নানাভাবে স্মরণ করছে সেই ভয়াবহ দিনটিকে৷
সেই হামলায় শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও নিহত হন প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জন। আহত হন আরও কয়েকশ। ওই গ্রেনেড হামলার ঘটনায় শেখ হাসিনা প্রাণে বাঁচলেও শ্রবনশক্তি হারান তিনি। বিএনপি’র মদদপুষ্ট মুফতি হান্নানের নেতৃত্বাধীন নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের জঙ্গিরা এ হামলা চালিয়েছিল। এরপর ১২ বছর পেরিয়ে গেলেও ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচার এখনো শেষ হয়নি। মামলার অবশিষ্ট কার্যক্রম শেষ হয়ে রায় ঘোষণার জন্য আরও প্রায় ৬ মাস লাগতে পারে বলে আদালত সূত্রগুলো জানিয়েছে। ২১ আগস্ট গ্রেনেড হামলায় তৎকালীন ৪-দলীয় জোট সরকারের নীতিনির্ধারণী মহলের ইন্ধন ছিল বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া হামলার ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে তখনকার সরকার ‘জজ মিয়া’ নাটক সাজায়। হামলায় সরাসরি অংশ নেওয়া মুফতি হান্নানের নেতৃত্বাধীন জঙ্গিদের আড়ালে রেখে সামনে নিয়ে আসে শীর্ষ সন্ত্রাসী তানভীরুল ইসলাম জয়ের সেভেন স্টার গ্রুপকে। কিন্তু শেষ পর্যন্ত আর রহস্য চাপা থাকেনি। সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্রথম বেরিয়ে আসে গ্রেনেড হামলার নেপথ্য কাহিনি।
হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানের জবানবন্দিতে খুলে যায় গ্রেনেড হামলার জট৷ পরিষ্কার হয় সবকিছু৷ পরে সিআইডি অধিকতর তদন্ত করে বর্তমান সরকারের সময়ে গ্রেনেড হামলার ঘটনায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক ভূমি উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু ও জামাত নেতা মতিউর রহমান নিজামীসহ ৫২ জনকে আসামি করে চার্জশিট দেয়৷ মুফতি হান্নানের জবানবন্দিতে গ্রেনেড হামলা এবং হামলার আগের ষড়যন্ত্রের কথা রয়েছে৷ সেই জাবানবন্দির অডিও রয়েছে ডয়চে ভেলের হাতে৷

বর্তমানে এই মামলার চার্জশিটভুক্ত ৫২ আসামির মধ্যে ২৪ জন কারাগারে এবং ১৯ জন পলাতক।
২০১১ সালের ৩ জুলাই অধিকতর তদন্ত শেষে তারেক রহমানসহ আরও ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক চার্জশিট দাখিল করে সিআইডি।

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার অধিকতর তদন্ত তথা সম্পূরক চার্জশিটে উল্লেখ করা হয়েছে, মুফতি হান্নানের হরকাতুল জিহাদের সদস্যরা গ্রেনেড হামলার আগে নিজেদের মধ্যে সিরিজ বৈঠক করে। বৈঠক হয় উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর সঙ্গেও। এসব বৈঠকে কীভাবে হামলা চালাতে হবে, কোন দিক দিয়ে পালাতে হবে, তাদের তাদের পালাতে কীভাবে প্রশাসনিক সহায়তা দেওয়া হবে তার ছক নির্ধারণ করা হয়। পরিকল্পনা অনুযায়ী ১২ জঙ্গি তিন ভাগে ভাগ হয়ে সমাবেশ মঞ্চের তিন দিকে অবস্থান নেয়। সেদিন শেখ হাসিনার বক্তব্য শেষ হওয়ার পরপর বিকাল ৫টা ২২ মিনিটে প্রথম গ্রেনেডটি ছোড়া হয় সমাবেশ মঞ্চের সামনে। হামলাকারী দলের দলনেতা আবু জান্দাল প্রথম গ্রেনেডটি ছোড়ে। ওই হামলাতে সমাবেশ মঞ্চের সামনের জায়গা ফাঁকা হয়ে যাবে বলে আগেই বলা হয়েছিল জঙ্গিদের। মঞ্চের সামনের জায়গা ফাঁকা হয়েও ছিল। তবে ছক অনুযায়ী জঙ্গি বুলবুল গ্রেনেড ছুড়তে পারেনি। শেখ হাসিনার ওপর গ্রেনেড মারার জন্য তাকেই নির্ধারণ করা হয়েছিল। কিন্তু প্রথম গ্রেনেড ছোড়ার পর উপস্থিত নেতা-কর্মীদের ঊর্ধ্বশ্বাসে ছোটাছুটির কারণে তাদের ধাক্কায় জঙ্গি বুলবুল পড়ে যায়। এরপর আর উঠে গ্রেনেড ছোড়ার কোনো সুযোগ পায়নি সে। আর এ কারণেই প্রাণে বেঁচে যান শেখ হাসিনা।

এদিকে গ্রেনেড হামলার ১৪তম বার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাণী দিয়েছেন। ভয়াল এ দিবসটির স্মরণে আজ বিকাল চারটায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্থাপিত অস্থায়ী শহীদ বেদিতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধার্ঘ্য অর্পণ, দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ করবেন। এ সময় আওয়ামী লীগ ও এর সহযোগী, ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনও অনুরূপ কর্মসূচিতে যোগদান করবে।

Comments

comments