আজ : বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় রাজবাড়ীর বেড়াডাঙ্গায় তালের চারা রোপন করেন-শিক্ষা প্রতিমন্ত্রী


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ ,১৬ আগস্ট, ২০১৮ | আপডেট: ১১:৪৮ পূর্বাহ্ণ ,১৭ আগস্ট, ২০১৮
প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় রাজবাড়ীর বেড়াডাঙ্গায় তালের চারা রোপন করেন-শিক্ষা প্রতিমন্ত্রী

রাজবাড়ী প্রতিনিধি।।“প্রাকৃতিক দূর্যোগ নিরসনকল্পে তাল বৃক্ষের চারা রোপনের বিকল্প নাই” এই মুলমন্ত্রকে লালন করে প্রধান অতিথি হিসাবে রাজবাড়ীতে তালবৃক্ষের চারা রোপন করেন ও আলোচনা সভা করেন শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি আরহাজ্ব কাজী কেরামত আলী।

সবুজ বাংলা ক্লাবের আয়োজনে তালের চারা রোপন উপলক্ষে ১৬ই আগষ্ট-১৮ বৃহস্পতিবার দুপুর ১২.টার দিকে শহরের ১নং বেড়াডাঙ্গা এলাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায়, সবুজ বাংলা ক্লাবের সভাপতি ছানাউর রহমান জকির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, বঙ্গবন্ধু পেশাজীবি সংগঠন জেলা কমিটির সভাপতি হেলাল খান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অরুন কুমার, দাদশী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ রমজান আলী, সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন প্রমূখ। প্রাকৃতিক দূর্যোগ থেকে রক্ষা পেতে সবাইকে তালবৃক্ষ রোপনের জন্য অনুরোধ করেন অতিথিরা।

আলোচনা সভা শেষে অতিথিরা তালবৃক্ষের চারা রোপন করেন।

Comments

comments