গোয়ালন্দ উপজেলা সংবাদদাতা।। ১টি ওয়ান শুটারগান ও ২টি কার্তুজসহ একাধিক হত্যা ও ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী সমশের শেখ (৩৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে রাজবাড়ী ডিবি পুলিশের একটি অভিযানিক দল।
১৪ই আগস্ট-১৮ সোমবার রাত সাড়ে ৮.টার দিকে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের দুদু শেখের ব্রীজের উপর থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সমশের শেখ গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের পূর্ব উজানচর ছাহের মন্ডলের পাড়া গ্রামের আদু শেখের ছেলে।
ডিবি পুলিশের ওসি কামাল হোসেন ভুঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের দুদু শেখের ব্রীজের উপর থেকে ১টি ওয়ান শুটারগান ও ২টি কার্তুজসহ আসামী সমশেরকে গ্রেফতার করা হয়। সে হত্যা ও ডাকাতির একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।