আজ : বুধবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

আবারো রাজবাড়ীতে দু’সন্তানের জননীকে গলা কেটে হত্যা


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৯:৫৮ অপরাহ্ণ ,৮ আগস্ট, ২০১৮ | আপডেট: ১২:৫৮ পূর্বাহ্ণ ,৯ আগস্ট, ২০১৮
আবারো রাজবাড়ীতে দু’সন্তানের জননীকে গলা কেটে হত্যা

রাজবাড়ী প্রতিনিধি।। রাজবাড়ীতে আবারো গলা কেটে হত্যা করা এক গৃহবধুর লাশ উদ্ধার করলো রাজবাড়ী থানা পুলিশ।

নিহত গৃহবধু হলো, রাজবাড়ী জেলা সদরের বাণিবহ ইউনিয়নের আটদাপূনিয়া গ্রামের মিজানুর রহমানের স্ত্রী ও দুই সন্তানের জননী আদুরি বেগম (২৫)।

ঘটনারসূত্রে জানা গেছে- আদরির স্বামী মোঃ মিজানুর রহমান উখিয়ায় রড মিস্ত্রির কাজ করেন। আর আদুরি বেগম তার দুই ছেলেকে নিয়ে শশুরালয়েই থাকেন। প্রতিদিনের ন্যায় ঘটনার দিন-আদুরি বেগম তার দুই পুত্র আবির মৃধা (৪) ও কবির (৩) মৃধাকে নিয়ে শশুরালয়ে ছাপরা ঘরে ঘুমিয়েছিল। রাত আনুমানিক ১২.টার দিকে পুত্র আবির ও কবিরের চিৎকারে বাড়ীর লোক ও প্রতিবেশিরা এসে দেখে আদুরির গলাকাটা দেহ পরে আছে। ওই সময়ই তারা পুলিশকে খবর দেয়। তবে কারা কি কারণে আদরীকে হত্যা করেছে তা জানা যায়নি।

এ বিষয়ে, রাজবাড়ী থানার ওসি তারিক কামাল জানান, খবর পেয়ে রাতেই থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে। আজ বুধবার সকালে সুরতহাল রিপোর্ট তৈরীর পর লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আমরা রাজবাড়ী পুলিশ সুপারের নির্দেশে সর্বোচ্চ গুরত্ব দিয়ে তদন্ত করছি। রাজবাড়ী পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি ঘটনাস্থল পরিদর্শন করেছ

উল্লেখ্য, এই ঘটনার ৫ দিন আগে জেলা সদরের পশ্চিম মূলঘর গ্রামে দাদী ও নাতনিকে গলা কেটে হত্যা করা লাশ উদ্ধার করা হয়।

Comments

comments