আজ : বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীর টিআই মৃদুল রঞ্জন দাসের বিদায় সংবর্ধনা


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৮:১৮ অপরাহ্ণ ,৮ আগস্ট, ২০১৮ | আপডেট: ১১:২৭ অপরাহ্ণ ,৮ আগস্ট, ২০১৮
রাজবাড়ীর টিআই মৃদুল রঞ্জন দাসের বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি।। বিদায় সংবর্ধনায় রাজবাড়ী জেলা ট্রাফিক ইন্সপেক্টর (টিআই)মৃদুল রঞ্জন দাসের হাতে ক্রেস্ট ও একগুচ্ছ ফুল তুলে দিলেন রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি।

রাজবাড়ী জেলা হইতে মুন্সীগঞ্জ জেলায় বদলী হয়েছেন টিআই মৃদুল রঞ্জন দাস। সে কারনে, গত মঙ্গলবার পুলিশ সুপারের কার্যালয়ে তাকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল করিম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (অপরাধ) মোঃ আসাদুজ্জামান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) ফজলুল করিম, টিআই-১ আবুল হোসেন, টিআই নাজমুল, টিআই আসাদসহ জেলা পুলিশ ও ট্রাফিকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, টিআই মৃদুল রঞ্জন দাস ছিলেন একজন সাদা মনের মানুষ। সাধারন মানুষের সাথে তার ছিল বন্ধুত্ব সুলভ আচারন, কিন্তু নীতির দিক দিয়ে ছিলেন অটল। ছিলেন ঘূষ-দূর্নীতির উর্দ্ধে, রাজবাড়ীতে দ্বায়ত্বে থাকাকালীন তার বিরুদ্ধে কোন অভিযোগর কথা শোনা যায়নি। নিশ্চয়ই তিনি ছিলেন ডিপার্টমেন্টের গৌরবময় একজন দ্বায়ীত্ববান সৎ পুলিশ অফিসার।
“জনতার মেইল.কম” পরিবারে পক্ষথেকে আমরাও টিআই মৃদুল রঞ্জন দাসকে জানাই বিদায়।

Comments

comments