নিজস্ব প্রতিনিধি।। ফরিদপুরে ৭১ পিস ইয়াবা ও মাদক বিক্রীর নগদ ১ লক্ষ ১২ হাজার টাকাসহ হাতে নাতে ৪জন মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল।
উক্ত ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিনের নেতৃত্বে ৭ আগষ্ট-১৮ মঙ্গলবার বিকেল সারে ৪.টার দিকে ফরিদপুর জেলার সালথা থানাধীন ভাওয়াল ইউনিয়নস্থ বড় কামদিয়া গ্রামে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো, ফরিদপুর জেলার সালথা উপজেলার বড় কামদিয়া গ্রামের মৃত কাদের খানের ছেলে মোঃ মাসুদ খান(৩২), নগরকান্দা উপজেলার আটকাহনিয়া গ্রামের মোঃ বাদশা ফকিরের ছেলে মোঃ আবু বক্কর ফকির(২৪), সালথা উপজেলার বড় লক্ষণদিয়া গ্রামের মোঃ আব্দুল কাদের ফকিরের ছেলে মোঃ শহিদ ফকির(২৫) ও নারানদিয়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে মোঃ কামাল মিয়া(৩৬)।
উদ্ধারকৃত ইয়াবা ও মাদক বিক্রীত নগদ টাকাসহ আটককৃত আসামীদেরকে ফরিদপুর জেলার সালথা থানায় হস্তান্তর করা হয়।
এ সংক্রান্তে ফরিদপুর জেলার সালথা থানায় একটি মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।