রাজবাড়ীতে ট্রাফিক সপ্তাহের উদ্বোধন
জনতার মেইল.ডটকম
প্রকাশিত: ১২:৫৯ অপরাহ্ণ ,৫ আগস্ট, ২০১৮ | আপডেট: ১১:৫৯ অপরাহ্ণ ,৫ আগস্ট, ২০১৮
প্রকাশিত: ১২:৫৯ অপরাহ্ণ ,৫ আগস্ট, ২০১৮ | আপডেট: ১১:৫৯ অপরাহ্ণ ,৫ আগস্ট, ২০১৮
রাজবাড়ী প্রতিনিধি।।“আইন মেনে চালাবো গাড়ি, নিরপদে ফিরবো বাড়ী” এই শ্লোগাণকে সামনে রেখে রবিবার সকালে রাজবাড়ীতে ট্রাফিক সপ্তাহের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।
আনুষ্ঠানিক ভাবে ট্রাফিক সপ্তাহের শুভ উদ্বোধন ঘোষনা করেন রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি।
এ উপলক্ষে জেলা পুলিশের আয়োজনের কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে জেলা প্রশাসক মোঃ শওকত আলী, জেলা পরিষদ চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেবেকা খান, ট্রাফিক ইন্সপেক্টর আবুল হোসেন, মৃদুল রঞ্জন দাস, সৈয়দ নাজমুল প্রমুখ বক্তৃতা করেন। সমাবেশের সঞ্চলায় ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) ফজলুল করিম।